Advertisement
Advertisement

Breaking News

তদন্তে গিয়ে বনকর্মীর হাতে নিগৃহীত জেলাশাসক, আলিপুরদুয়ারে চাঞ্চল্য

ঘটনায় তদন্তের নির্দেশ বনমন্ত্রীর।

Alipurduar: DM heckled by Forest guard at Buxa Tiger Reserve
Published by: Subhamay Mandal
  • Posted:September 4, 2018 11:41 am
  • Updated:September 4, 2018 11:41 am

রাজকুমার, আলিপুরদুয়ার: তদন্তে গিয়ে নিগ্রহের শিকার হলেন আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া চেকপোস্টে কর্তব্যরত একজন বনকর্মীর বিরুদ্ধে জেলাশাসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ঘটনা শোনার পরেই কর্তব্যরত ওই বনকর্মীকে রাজাভাতখাওয়া গেটের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বনদপ্তর। এই ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “ একজন জেলাশাসকের সঙ্গে দুর্ব্যবহার অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিচ্ছি”। জানা গিয়েছে, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। দীর্ঘদিন থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া ফরেস্ট চেকপোস্টে ফি আদায় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। গেটের ওপারে থাকা জয়ন্তী বনবসতি-সহ বেশ কয়েকটি বনবসতির মানুষেরাও এই চেকপোস্টের কারণে হয়রানির শিকার হন বলে অভিযোগ তোলেন। লিখিত অভিযোগ জমা পড়ে জেলাশাসকের কাছেও। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে বনকর্মীর হাতে দুর্ব্যবহারের শিকার হয়েছেন জেলাশাসক বলে অভিযোগ।

[কৈলাস থেকে এসেছে সর্পদেবতা! মাটির হাঁড়িতে গোখরোকে পুজো দম্পতির]

Advertisement

আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মল বলেন, “ তদন্তের স্বার্থে আমি সাধারণ একটি গাড়িতে করে তদন্তের জন্য গিয়ে ছিলাম। কিন্তু রাজাভাতখাওয়া ফরেস্ট চেকপোস্টে আমাকে আটকে দেওয়া হয়। রীতিমতো আমার সঙ্গে দুর্ব্যবহার করেন ফরেস্ট গেটের দায়িত্বপ্রাপ্ত কর্মী। জেলাশাসক পরিচয় দেওয়ার পরেও আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে”। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে সবমহল। রাজাভাতখাওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ ভট্টাচার্য বলেন, “ রাজাভাতখাওয়া ফরেস্টের গেটে এভাবে অর্থ আদায় করা বেআইনি। আমরা এই ঘটনার এর আগেও প্রতিবাদ জানিয়েছিলাম। এই অভিযোগের তদন্ত করতে এসে একজন জেলাশাসক দুর্ব্যবহারের শিকার হলেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় দোষী বনকর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা জোরদার আন্দোলন শুরু করব”।

Advertisement

[মদ্যপ অবস্থায় গাড়ি থামিয়ে চালককে শাসানি! বিতর্কে টিএমসিপি নেত্রী জয়া দত্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ