Advertisement
Advertisement

Breaking News

Alipurduar man marries transgender woman

প্রেমের টানই সব, রূপান্তরিত নারীকে বিয়ে করে নজির গড়লেন আলিপুরদুয়ারের যুবক

৬ বছরের প্রেমই রূপ পেল দাম্পত্যের।

Alipurduar man marries transgender woman । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 25, 2022 5:05 pm
  • Updated:March 25, 2022 7:09 pm

রাজকুমার, আলিপুরদুয়ার: প্রেম কোনও বাধা মানে না। সত্যিকারের মনের টান থাকলে কোনও বাধাই আসলে বাধা নয়। কাঁটা বিছানো প্রেমের পথ এক লহমায় ফুলের চাদরে ঢাকা পড়তে পারে। সেকথাই প্রমাণ করলেন আলিপুরদুয়ারের (Alipurduar) রাজু ও জয়া। রূপান্তরিত নারীকে বিয়ে করে নজির গড়লেন যুবক।

৬ বছর আগে এক পুরুষের সঙ্গে শুরু হয়েছিল প্রেম কাহিনি। সে সময় অবশ্য ছিল তা সমকাম। কারণ, গ্রামের মেলায় এক পুরুষকেই যে মন দিয়ে বসেছিলেন রাজু। তাঁর সেই প্রেমিকই আজ নববধূ জয়া। লিঙ্গভেদ ভালবাসার পথে বাধা হতে পারেনি। পারিপার্শ্বিক পরিস্থিতিও প্রেমের পথ মসৃণ হতে দেয়নি। বাধা এসেছে। চড়াই উতরাই পেরতে হয়েছে। কিন্তু কেউ কারও হাত ছাড়েননি। সম্পর্ককে দাম্পত্যের নাম দেওয়ার আশায় লিঙ্গ বদল করেন। নানা অস্ত্রোপচারের পর রাজুর স্ত্রী জয়া আদ্যোপান্ত একজন নারী হয়ে ওঠেন।

Advertisement

[আরও পড়ুন: বগটুই কাণ্ডে অতিসক্রিয়তা! বিজেপির ভূমিকার নিন্দায় সরব হিন্দু মহাসভা]

সেই জয়া-রাজুরই বিয়ের আসরে জমজমাট আলিপুরদুয়ার। আর পাঁচটা বিয়ের মতো বাজল সানাই। বাড়ি ভরতি অতিথি। আমন্ত্রিতের সংখ্যাও নেহাত কম নয়। মালাবদল, সাতপাক, অগ্নিসাক্ষী রেখে নতুন জীবন শুরু করলেন জয়া ও রাজু। জীবনের বিশেষ দিনে খুশির যেন শেষ নেই দু’জনের। রাজুর কথায়, “বিশ্বাস ছিল একদিন না একদিন আমাদের সম্পর্ক পরিণতি পাবেই। আজ পরিণতি পেয়েছে। বিয়ে করেছি। খুব ভাল লাগছে।”

Advertisement

[আরও পড়ুন: ২০০ কোটির ক্লাবে ‘দ্য কাশ্মীর ফাইলস’, জানেন কত পারিশ্রমিক নিয়েছেন অনুপম খের ও মিঠুন?]

মন থেকে ভালবাসলে যে সবই সম্ভব, তা প্রমাণ করে দিয়েছেন রাজু ও জয়া। রূপান্তরিত একজনকে বিয়ে করে যে কেউ নতুন জীবন শুরু করতে পারেন, তা বিশ্বাসই হচ্ছে না জয়ার আত্মীয়দের। বিয়ের আসরে অংশ নিয়ে খুশি তাঁরা। নবদম্পতি শুভেচ্ছা জানিয়েছেন নববধূর দিদা রিয়া বর্মন। এখনও সমাজে রূপান্তরিতদের বাঁকা চোখে দেখেন অনেকেই। অধিকার রক্ষার নিরন্তর লড়াই চালিয়ে যেতে হয় তাঁদের। তবে সমাজ যে একটু একটু করে সাবলীল হচ্ছে, তা বোধহয় জয়া-রাজুর পদক্ষেপেই স্পষ্ট।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ