Advertisement
Advertisement

অভিনেত্রী শুভশ্রীর বাবার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

দেবপ্রসাদবাবু অবশ্য জানিয়েছেন, স্কুলে প্রধান শিক্ষিকা নিয়োগ নিয়ে একটা সমস্যা হয়েছিল৷ সেই নিয়ে সামান্য তর্কাতর্কি হয়েছিল৷

allegation of eve teasing against actress Subhashree Ganguly father
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 24, 2016 11:01 am
  • Updated:June 24, 2016 11:01 am  

স্টাফ রিপোর্টার: শিক্ষিকার শ্লীলতাহানিতে নাম জড়াল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বাবার৷ বৃহস্পতিবার বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের এক শিক্ষিকা বর্ধমান আদালতে শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন৷ দেবপ্রসাদবাবু ওই স্কুলের করণিক পদে কর্মরত৷ বর্ধমান আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌগত চক্রবর্তী ওই শিক্ষিকার অভিযোগপত্রটি এফআইআর হিসাবে গণ্য করে তদন্তের নির্দেশ দিয়েছেন বর্ধমান মহিলা থানাকে৷ যদিও মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন দেবপ্রসাদবাবু৷ তাঁর দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে৷ একই বক্তব্য স্কুলের একাংশেরও৷

বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ওই সহকারী শিক্ষিকা আদালতে অভিযোগে জানিয়েছেন, গত সোমবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইতু বন্দ্যোপাধ্যায়ের ঘরে ছিলেন৷ স্কুলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সেই সময় কথাবার্তা চলছিল৷ সেই সময় স্কুলের করণিক দেবপ্রসাদবাবু সেই ঘরে এসে তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন৷ এমনকী জুতো খুলে মারার চেষ্টাও করেন৷ কিন্তু সহকর্মীরা তাঁকে আটকান৷ এরপর কাঠের চেয়ার দিয়ে ওই শিক্ষিকার বাঁ হাতে আঘাত করা হয় বলে অভিযোগ৷ এখানেই শেষ নয়, দেবপ্রসাদবাবু অশ্লীল ইঙ্গিত করে ওই শিক্ষিকার শ্লীলতাহানি করেন বলে আদালতে অভিযোগ করেছেন তিনি৷ পুরুষ কর্মচারীর দ্বারা কর্মস্থলে ‘সেক্সুয়ালি হ্যারাস’ হয়েছেন বলে আদালতে জানিয়েছেন তিনি৷ শারীরিকভাবে আঘাতের ফলে ওই শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন বলে আদালতে জানিয়েছেন৷ ওই শিক্ষিকা আরও জানিয়েছেন গত ৩২ বছর ধরে এই স্কুলে তিনি শিক্ষকতা করছেন৷ স্কুলেরই কর্মচারীর এই আচরণে তিনি সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ মহকুমা শাসক মুফতি মহম্মদ শামিম সৌকত জানিয়েছেন, অভিযোগ পেয়ে ঘটনার তদন্তের জন্য বিদ্যালয় পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে৷ মহকুমা শাসক বর্তমানে এই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটরও৷ ওই শিক্ষিকা জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ করেছেন৷ দেবপ্রসাদবাবু অবশ্য জানিয়েছেন, স্কুলে প্রধান শিক্ষিকা নিয়োগ নিয়ে একটা সমস্যা হয়েছিল৷ সেই নিয়ে সামান্য তর্কাতর্কি হয়েছিল৷ এর বেশি আর কিছু হয়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement