Advertisement
Advertisement

জোট থাকলে পার্টিই উঠে যেতে পারে, মত সিপিএম নেতার

প্লেনামের মতো মঞ্চে জোট বিরোধী আওয়াজ জোরাল হওয়ায় কার্যত খুশির হাওয়া পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত শিবিরে৷

Alliance can destroy CPM, thinks communist leader
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 1, 2016 10:08 am
  • Updated:October 1, 2016 10:08 am

স্টাফ রিপোর্টার: কংগ্রেসের সঙ্গে জোট থাকলে অদূর ভবিষ্যতে পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে৷ আখেরে লাভ হবে কংগ্রেসের৷ এবারের ভোট পরবর্তী পরিস্থিতিতে সে কথাই প্রমাণিত হচ্ছে৷ এর পর জোট করলে কংগ্রেস সমর্থকরাও ভোট দেবেন না৷ তাই জোট ভেঙে মমতার ভুলত্রুটির জন্য অপেক্ষা করে আন্দোলনের মধ্য দিয়ে পার্টিকে নিজের পায়ে দাঁড়াতে হবে বলে সিপিএমের রাজ্য প্লেনামের প্রথম দিনে এভাবেই নেতৃত্বের দিকে তোপ দাগলেন জেলা নেতৃত্ব৷ জোট করে রাজ্য পার্টির শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি বিসর্জন দিয়েছে৷ এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে পার্টির নিচু স্তরে শৃঙ্খলা বলে কিছুই থাকবে না৷ এইভাবেই চাঁছাছোলা ভাষায় অভিযোগ করেন বর্ধমান জেলার এক নেতা৷

প্লেনামের মতো মঞ্চে জোট বিরোধী আওয়াজ জোরাল হওয়ায় কার্যত খুশির হাওয়া পার্টির প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত শিবিরে৷ শুক্রবার থেকে কলকাতায় শুরু হয়েছে দু’দিনের সাংগঠনিক রাজ্য প্লেনাম৷ প্লেনামের প্রথমদিনে সাংগঠনিক খসড়া রিপোর্ট পেশ করেন পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক বিমান বসু৷ রিপোর্টে রাজ্যস্তরে সংগঠনকে ঢেলে সাজানোর পাশাপাশি নেতা-কর্মীদের আন্দোলনের রাস্তায় নামাতে বেশ কিছু পদক্ষেপের কথা বলা হয়৷ তবে সংগঠনের অভ্যন্তরে রদবদলের সিদ্ধান্তও এদিন চ্যালেঞ্জের মুখে পড়ে৷ কলকাতা জেলার এক নেতা ক্ষোভে ফেটে পড়েন৷ তিনি জোনাল কমিটি তুলে দেওয়ার প্রস্তাবের তুমুল বিরোধিতা করেন বলে সিপিএম সূত্রে খবর৷ জোনাল কমিটি তুলে দেওয়ার প্রস্তাব পার্টিতে গৃহীত হলে আরও নেতা-কর্মী দল ছেড়ে দেবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ তবে প্লেনামের পর সংগঠনের অভ্যন্তরে নেতৃত্বে ব্যাপক রদবদল হতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ