Advertisement
Advertisement

Breaking News

Amit Shah calls up Bengal Governor and state BJP president over violence during Ram Navami in Howrah

হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন অমিত শাহ, রাজ্যপাল এবং রাজ্য বিজেপি সভাপতিকে ফোন

সূত্রের খবর, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয় তাঁদের।

Amit Shah calls up Bengal Governor and state BJP president over violence during Ram Navami in Howrah । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 31, 2023 5:25 pm
  • Updated:March 31, 2023 5:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওড়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ফোন করলেন তিনি। অবশ্য তার আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করেন অমিত শাহ। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ফোন করতে পারেন তিনি।

সূত্রের খবর, ফোনে হাওড়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কিত বিস্তারিত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন সুকান্ত মজুমদার। আগামী কয়েকদিনের মধ্যে তিনি একটি বিস্তারিত রিপোর্ট শাহের কাছে তিনি জমা দেবেন বলেই জানা গিয়েছে। রাজ্যপাল হাওড়ার অশান্তি সংক্রান্ত তথ্য অমিত শাহকে দিয়েছেন বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: ভোটের মুখে খোদ মুখ্যমন্ত্রীর গাড়ি থামিয়ে তল্লাশি নির্বাচন কমিশনের! শোরগোল কর্ণাটকে]

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুরের ফজির বাজারের পিএম বস্তি এলাকা। মিছিল চলাকালীন জি টি রোডের উপর দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। স্থানীয়দের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ বেঁধে যায়। প্রচুর বহিরাগত যুবক বাইক নিয়ে এসে এলাকায় চড়াও হয়। তাদের হাতে ছিল হকি স্টিক, তরোয়াল। একে অপরের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া হল বেশকিছু ট্রলি ভ্যান, ম্যাটাডোর ও ছোট হাতি গাড়িতেও।

Advertisement

রাস্তার ধারে দাঁড় করানো গাড়িগুলিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রথমে সংঘর্ষ থামাতে গেলে মিছিল থেকেই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয়। ইটের ঘায়ে অনেক পুলিশ কর্মী ও আধিকারিক আহত হন। পরে অবশ্য পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ও লাঠিচার্জ করে। এরপর হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকদের নেতৃত্বে এলাকায় নামে র‍্যাফ।

[আরও পড়ুন: তিলজলা শিশু খুন: ‘মমতার লোক’ বলে সুদেষ্ণা রায়কে ‘ঘাড়ধাক্কা’! কাঠগড়ায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ