BREAKING NEWS

২৪ জ্যৈষ্ঠ  ১৪৩০  বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ডাইনি সন্দেহে প্রৌঢ় দম্পতিকে ‘খুন’, আটক স্থানীয় মোড়ল

Published by: Sayani Sen |    Posted: March 26, 2023 9:02 am|    Updated: March 26, 2023 9:25 am

An elderly couple beaten to death in Birbhum । Sangbad Pratidin

ছবি: প্রতীকী

নন্দন দত্ত, সিউড়ি: ডাইনি সন্দেহে প্রৌঢ় দম্পতিকে পিটিয়ে খুনের অভিযোগ। আটক স্থানীয় মোড়ল। এই ঘটনায় বীরভূমের সাঁইথিয়া থানার নোয়াপাড়া গ্রামে চাঞ্চল্য।

মৃত দম্পতি পার্বতী হেমব্রম ও পাণ্ডু হেমব্রম, বীরভূমের সাঁইথিয়া থানার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তাঁদের তিন সন্তানই কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। গত শুক্রবার বাড়ির সামনে জখম অবস্থায় গ্রামবাসীরা পড়ে থাকতে দেখেন তাঁদের। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে বোলপুরের সিয়ান হাসপাতালে ভরতি করেন। শনিবার সকালে মৃত্যু হয় দু’জনের।

[আরও পড়ুন: দিল্লিতে মন টিকছে না! পঞ্চায়েত ভোটের আগে আসানসোল জেলে ফিরতে চেয়ে আদালতে কেষ্ট]

ময়নাতদন্তের পর দেহ স্থানীয়দের হাতে তুলে দেওয়া হয়। এরপর শনিবার রাতে নোয়াপাড়ার পাশের গ্রাম বেনেডাঙায় দম্পতির দেহ দাহ করতে যাচ্ছিলেন গ্রামবাসীরা। তবে বেনেডাঙার বাসিন্দারা মাঝরাস্তায় গাড়ি আটকায়। রাতের অন্ধকারে দাহতে বাধা দেন। নোয়াপাড়া গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেনেডাঙার বাসিন্দারা তাঁদের ডাইনি সন্দেহে পিটিয়ে খুন করেছেন। মোড়ল রুবাই বাস্কের মদতে এই কাজ হয়েছে বলেই অভিযোগ। তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, রুবাই বাস্কেকে ঘিরে ধরে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। রুবাই বাস্কেকে উদ্ধার করে। আটক করা হয় তাকে।

[আরও পড়ুন: কারা বিকৃত করতেন OMR শিট? নীলাদ্রিকে জেরা করে তালিকা প্রস্তুতির পথে সিবিআই]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে