Advertisement
Advertisement
Durgapur Steel Plant

ফের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা, কাজের মাঝেই ঝলসে গেলেন ৪ শ্রমিক

একের পর এক দুর্ঘটনায় প্রশ্নের মুখে কারখানার ভূমিকা।

Another accident in Durgapur Steel Plant 4 workers are burnt
Published by: Subhankar Patra
  • Posted:March 15, 2024 11:16 am
  • Updated:March 15, 2024 12:09 pm

উদয়নগুহ রায়, দুর্গাপুর: ফের দুর্গাপুর ইস্পাত (Durgapur Steel Plant) কারখানায় দুর্ঘটনা। কারখানায় কাজের সময় আগুনে ঝলসে গেলেন ৪ শ্রমিক। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি হলে দুর্গাপুরের বিধাননগরের (Durgapur Bidhannagar) একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁদের। সেখানেই এখন চিকিৎসাধীন শ্রমিকরা। রাতেই হাসপাতালে যান দুর্গাপুর স্টিল প্লান্টের ডিআইসি বিপি সিং-সহ অন্যান্য আধিকারিকরা। 

দিন দশেক আগে দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। সেই ঘটনায় প্রথমে আহত হন ৫ শ্রমিক। তাঁদের মধ্যে  মারা যান ২ শ্রমিক। তিনজন এখনও চিকিৎসাধীন। তার কয়েক ঘণ্টা বাদেই রাষ্ট্রায়ত্ত্ব ইস্পাত কারখানায় একজন স্থায়ী শ্রমিকের আগুনে ঝলসে মৃত্যু হয়। পর পর দুই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ঝলসে গেলেন চার শ্রমিক। তাঁরা প্রত্যেকেই পড়শি রাজ্য ঝাড়খণ্ডের (Jharkhand) বাসিন্দা। তাঁদের মধ্যে একজনের নাম রাকেশ গুপ্তা বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: RSP-র ভিত নাড়িয়েছে ঘাসফুল, রয়েছে গেরুয়া উত্থানও, কেমন হবে বালুরঘাটের ত্রিমুখী লড়াই?]

পর পর দুর্ঘটনায় এই প্ল্যান্টের  নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শ্রমিকদের মনে এমনই আতঙ্ক সৃষ্টি হয়েছে।  তাঁদের অভিযোগ, আধুনিকীকরণ হচ্ছে না কারখানার। বাতিল যন্ত্রাংশ দিয়েই উৎপাদন চলছে বলে অভিযোগ। অন্যদিকে উৎপাদন বাড়াতে কর্তৃপক্ষের চাপ রয়েছে। এর ফলেই দুর্ঘটনা বাড়ছে বলে দাবি শ্রমিকদের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শ্রমিক সংগঠন গুলির ক্ষোভ বাড়ছে।  

Advertisement

[আরও পড়ুন: অন্ধকারে উলটে গেল ভ্যান, মৃত্যু দাদু-নাতির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ