Advertisement
Advertisement
Iraq

সমকামী সম্পর্কে জড়ালেই কারাদণ্ড, হতে পারে ১৫ বছরের জেল! ইরাকে পাশ নতুন আইন

ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করতেই এই আইন, জানাচ্ছে প্রশাসন।

Iraq criminalises unusual relationships with maximum 15 years in prison
Published by: Biswadip Dey
  • Posted:April 28, 2024 10:05 am
  • Updated:April 28, 2024 10:06 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমকামী সম্পর্কে জড়ালে হবে সর্বোচ্চ ১৫ বছরের সাজা। এমনই এক আইন পাশ হয়ে গেল ইরাকের (Iraq) পার্লামেন্টে। সরকারের দাবি, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করার লক্ষ্যেই এই নয়া আইন আনা হল। এদিকে আইনটি পাশ হতেই শুরু হয়েছে কড়া সমালোচনাও। উল্লেখ্য, পৃথিবীতে ৬০টিরও বেশি দেশে নিষিদ্ধ সমকামী সম্পর্ক।

আগে প্রস্তাব আনা হয়েছিল, সমকামীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু ইউরোপীয় দেশগুলো ও আমেরিকার বিরোধিতায় সর্বোচ্চ সাজা ১৫ বছরের কারাবাসই রাখা হয়েছে। কেবলই সমকামী সম্পর্ক নয়, আইনে শাস্তির বিধান রয়েছে রূপান্তরকামীদের জন্যও। বলা হয়েছে, লিঙ্গ বদলকারী কিংবা ‘নারীদের বেশ ধারণকারী’দের এক থেকে তিন বছরের কারাবাস বা ৭৭০০ ইউরো (ভারতীয় অঙ্কে প্রায় ৬ লক্ষ ৮৬ হাজার টাকারও বেশি) জরিমানা হবে।

Advertisement

[আরও পড়ুন: হুকিং করে ঝুপড়িতে এসি চালাচ্ছেন কাগজ কুড়ানি! বিস্মিত মেয়র পারিষদ]

নতুন আইনে বলা হয়েছে, ইরাকের সমাজকে নৈতিক অবক্ষয় ও সারা বিশ্বে ছড়িয়ে পড়া সমকামিতা থেকে রক্ষা করতেই এই আইন আনা হয়েছে। সমকামিতা ও দেহব্যবসা রুখতে আনা এই আইনে জানানো হয়েছে, কেউ সমকামী সম্পর্কে জড়ালে সর্বোচ্চ ১৫ ও সর্বনিম্ন ১০ বছরের সাজা হবে তাঁর। সমকামিতা কিংবা দেহ ব্যবসার প্রচার করলে কমপক্ষে ৭ বছরের জন্য যেতে হবে কারাগারে।

এতদিন পর্যন্ত ইরাকের আইনে সমকামিতাকে অপরাধ বলা হয়নি। কেবলমাত্র দণ্ডবিধির উল্লেখে অল্প করে নৈতিকতার দিকটি আনা হয়েছিল। সেটাকেই ‘অস্ত্র’ করে এলজিবিটি মানুষদের আক্রমণ করত সশস্ত্র দলগুলো। এবার সমকামিতাকে অপরাধ ঘোষণা করে শাস্তির বিধান দিল নয়া আইন।

[আরও পড়ুন: সন্তান চেয়েছিল হামাস জঙ্গি! বন্দিদশার গল্প শোনালেন ইজরায়েলি তরুণী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement