প্রতীকী ছবি
অর্ণব দাস, বারাকপুর: ভাটপাড়ায় তৃণমূল নেতা অশোক সাউ খুনে পুলিশের জালে আরও এক। বেলঘরিয়া জুট মিল এলাকা থেকে গ্রেপ্তার অন্যতম এক অভিযুক্ত। ধৃতের নাম সানোয়ার আলি ওরফে জাসুস। ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অশোক খুনের বাকি ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জাসুসের নাম জানতে পারেন তদন্তকারীরা। জাসুস এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত বলে দাবি। এর পর থেকেই সানোয়ারের খোঁজে নামে জগদ্দল থানার পুলিশ। তবে খুনের পর থেকে ছদ্মবেশে বিভিন্ন স্থানে গা ঢাকা দিয়ে বেড়াচ্ছিল জাসুস। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে, জাসুস বেলঘরিয়ার প্রবর্তক জুট মিল এলাকায় রয়েছে। খবর পেতেই অভিযান চালায় পুলিশ। তৃণমূল নেতা খুনের ২৮ দিনের মাথায় গ্রেপ্তার করা হয় তাকে। এই নিয়ে মোট ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা উপনির্বাচনের দিনে খুন হন ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওর্য়াডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক। একটি চায়ের দোকানে বসে ছিলেন তিনি। সেই সময় ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল হামলা চালায়। কয়েক রাউন্ড গুলির পর বোমাও ছোড়া হয় বলে দাবি। দাদার খুনের বদলা নিতে মূল অভিযুক্ত সুজল সাউ দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। সিট গঠন করে তদন্তে নামে পুলিশ। সেই খুনে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.