Advertisement
Advertisement

Breaking News

fake passport

ঠিকানার অস্তিত্বই নেই! ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার ‘বাংলাদেশি’

পুলিশের জালে জাল পাসপোর্টের মালিক!

Another arrested in fake passport case from Madhyemgram

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 21, 2025 3:45 pm
  • Updated:January 21, 2025 4:10 pm  

অর্ণব আইচ: এবার পুলিশের জালে জাল পাসপোর্টের মালিক! ভুয়ো ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট বানিয়েছিল ওই যুবক। লক্ষ্য ছিল ইউরোপে পাড়ি জমানো। তার আগেই সোমবার রাতে মধ্যমগ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ।

ধৃতের নাম পলাশ বিশ্বাস। বয়স ২৮ বছর। চিৎপুর থানারা কাশীপুর এলাকার বাসিন্দা। ইউরোপ যাওয়ার জন্য পাসপোর্টা বানাচ্ছিলেন তিনি। কিন্তু সরষের মধ্যেই ভূত! পুলিশের দাবি, পাসপোর্টে তৈরির জন্য ভুয়ো নথি ব্যবহার করেছিলেন পলাশ। পাসপোর্ট এবং কেওয়াসি-তে যে ঠিকানা ব্যবহার করা হয়েছিল, তার অস্তিত্বই নেই। বিষয়টি জানাজানি হতেই গতকাল মধ্যমগ্রামে ডেকে পাঠানো হয় পলাশকে। জিজ্ঞাসাবাদের পরই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারির পরও বারবার ভুয়ো তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালায়। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি।

Advertisement

সূত্রের দাবি, পলাশ আদপে বাংলাদেশি নাগরিক। সীমান্ত পেরিয়ে এ রাজ্য়ে ঢুকে ইউরোপে পালানোর ছক কষেছিলেন। কিন্তু পুলিশি তৎপরতায় সেই ছক ভেস্তে গেল। উল্লেখ্য, পুলিশ তদন্তে জানতে পেরেছে এরকম ৭৩জন রয়েছে যারা ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানিয়েছেন। এবার তাদের খোঁজে সক্রিয় তদন্তকারীরা। সেই তদন্ত জোরদার করতেই এবার একজনকে গ্রেপ্তার করল পুলিশ। 

জাল পাসপোর্টে তদন্তে জঙ্গি যোগও উঠেছে এসেছে। অসাধু এই চক্রের সদস‌্যদের সাহায‌্য নিয়ে কয়েকজন বাংলাদেশির জন‌্য জাল পাসপোর্ট তৈরি করে পাক চর সংস্থা আইএসআই এমনকী, জেএমবি ও আকিসের মতো জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস‌্যরাও জাল পাসপোর্ট তৈরি করত বলে অভিযোগ সিবিআইয়ের। চক্রের পাণ্ডারা গত আট মাসে উত্তরবঙ্গের পানিট‌্যাঙ্কি সীমান্ত হয়ে কয়েকজন নেপালি, তিন চিনা, দুই বাংলাদেশি ও এক মার্কিনি নাগরিককে জাল পাসপোর্টের মাধ্যমে এই দেশে অনুপ্রবেশে সাহায‌্য করে বলে অভিযোগ।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement