Advertisement
Advertisement

‘যেটা পারবেন সেটা বলুন’, কর্মীদের ধমক অনুব্রতর

কর্মীদের উপর বিরক্তি প্রকাশ করেন তিনি।

Anubrata slams party workers
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 23, 2019 7:55 pm
  • Updated:February 23, 2019 8:01 pm

নন্দন দত্ত, সিউড়ি: বরাবরের মতো এবারও চেনা মেজাজে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার রামপুরহাট ২ নম্বর ব্লকের কর্মীদের নিয়ে সভা করেন তিনি। শেষ বিধানসভা নির্বাচনে হাঁসন বিধানসভা কেন্দ্রের হারের কারণ নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করেন তৃণমূল নেতা। সেই সঙ্গে চিরাচরিত ভঙ্গিমাতেই কর্মীদের বুঝিয়ে দেন ৪২টার মধ্যে ৪২টি আসনেই জয়ী হবে তৃণমূল।

[মাটি খুঁড়তেই হতবাক কাণ্ড! তুফানগঞ্জে মিলল পোড়া মাটির পদ্মফুল]

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে দলীয় শক্তিকে চাঙ্গা করতে মরিয়া সব দলই। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার, সভা। তারই মাঝে দলীয় শক্তি ঝালিয়ে নিতে শনিবার রামপুরহাটে তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শেষ বিধানসভা নির্বাচনে হাঁসন কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হয়েছিল কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া তৃণমূল প্রার্থী অসিত মাল। এদিন বৈঠকে সেই হারের কারণ নিয়ে পর্যালোচনা করেন এই তৃণমূল নেতা। ওই এলাকার মোটা ভোটদাতার সংখ্যা জানতে চান তিনি। কর্মীদের কাছে জানতে চান কি কারণে এই ভরাডুবি। তবে কোনও প্রশ্নেরই কার্যত সদুত্তর পাননি তিনি। এর ফলে কর্মীদের উপর বিরক্তি প্রকাশ করেন তিনি। ‘যেটা পারবেন সেটা বলুন। যা পারবেন না তা বলবেন না। আপনাদের কথার ভিত্তিতেই আমরা এলাকার রণকৌশল তৈরি করি। না হলে আমাদের চিন্তাধারা বদল করব।’ শনিবার রামপুরহাট দুই ব্লকের কর্মী সভায় এমনই নির্দেশ দিলেন তৃণমূল জেলা সভাপতি।

Advertisement

[বজবজে কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার ২ মূল অভিযুক্ত]

তবে বৈঠক থেকে আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার আশ্বাস দেন তিনি। রামপুরহাটে প্রায় ২০ হাজার ভোটে জয়ী হবে দল এমনটাই জানান তিনি। পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষ দেখতে পা্চ্ছেন। দলীয় সভা থেকে সাংবাদিকদের কটাক্ষ করেন তিনি। বলেন, এবার সাংবাদিকরাও বাড়ি থেকে বেরলে উন্নয়ন দেখতে পাবেন। ভোট প্রচারের জন্য কর্মীদের উৎসাহ দেন তিনি। চিরাচরিত ভঙ্গিমায় তিনি বলেন, ভোট মানেই তো উৎসব। আনন্দ। ফের চড়াম চড়াম ঢাক বাজার সময়। প্রয়োজন সঠিক প্রচার। জয়ী হবে তৃণমূলই। 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ