Advertisement
Advertisement
CAA

CAA নিয়ে বক্তব্য রাখায় অরাজনৈতিক সংগঠনের উপর হামলা বনগাঁয়, শুরু রাজনৈতিক তরজা

আইনটি বাংলায় পড়ে শোনাচ্ছিলেন 'বাংলা পক্ষ'র সাংগঠনিক সম্পাদক। তাতেই CAA বিরোধিতা বলে তাঁকে মারধরের অভিযোগ।

Apolitcal organisation 'Bangla Pokkho' attacked over CAA remark in Bongaon
Published by: Sucheta Sengupta
  • Posted:April 22, 2024 9:55 am
  • Updated:April 22, 2024 2:18 pm

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের অশান্তি সীমান্ত এলাকা বনগাঁয়। CAA নিয়ে বক্তব্য রাখার সময়ে অরাজনৈতিক সংগঠন ‘বাংলা পক্ষ’র উপর হামলার অভিযোগে ভোটের আগে সরগরম এলাকার রাজনৈতিক মহল। এনিয়ে তরজায় জড়িয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ও বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। ‘বাংলা পক্ষ’র তরফে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাদের দাবি, রবিবারের সভায় আইনটি বাংলায় পড়ে শোনানো হচ্ছিলয তাতেই হামলাকারীরা ভেবেছেন, বিরোধী বক্তব্য রাখা হচ্ছে। আর সেই কারণেই বক্তা তথা সংগঠনের সম্পাদককে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে।

বনগাঁ (Bongaon) থানা এলাকার বাটা মোড়ে রবিবার পথসভার আয়োজন করেছিল অরাজনৈতিক সংগঠন ‘বাংলা পক্ষ’। সেখানে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে বক্তব্য রাখছিলেন সংগঠনের সম্পাদক কৌশিক মাইতি। অভিযোগ, সেসময় বিজেপির কয়েকজন কর্মী সভাস্থলে উপস্থিত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। তাঁদের বক্তব্য ছিল, কৌশিকবাবু CAA বিরোধী বক্তব্য রাখছেন ও মানুষকে ভুল বোঝাচ্ছেন। তাঁদের এই দাবির বিরোধিতা করে জানানো হয়, জনসচেতনতার উদ্দেশে সংশোধিত নাগরিকত্ব আইনটি শুধুমাত্র বাংলায় পড়ে শোনানো হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘ইন্ডিয়া আউট’ মন্ত্রেই ফের বাজিমাত, পার্লামেন্ট নির্বাচনে জয়ী চিনপন্থী মুইজ্জু]

অভিযোগ, তা শুনে বিজেপি (BJP) কর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হেলমেট দিয়ে ধাক্কাধাক্কি, মারধর শুরু করেন। কৌশিক মাইতি জখম হন। সভাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। পৌঁছন বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী (TMC Candidate) বিশ্বজিৎ দাস। তাঁর কথায়, ”বনগাঁয় এ ধরনের ঘটনা অতীতে কখনও ঘটেনি। বিজেপি শাসিত রাজ্যের সংস্কৃতি এখানে আনতে চাইছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে| কারণ ওরা কোনও রাজনৈতিক সংগঠন নয়।” অভিযোগ অস্বীকার করে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, ”তৃণমূল ও বাংলা পক্ষ একই সংগঠন। এখানে তৃণমূল তৃণমূলের উপর হামলা চালিয়েছে। এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।”

Advertisement

[আরও পড়ুন: বিজেপি বা তৃণমূল নয়, নির্বাচনী লড়াইয়ে এগিয়ে বামেরাই! কোন শক্তিতে?]

আক্রান্ত সদস্যরা জানিয়েছেন, ‘বাংলা পক্ষ’ একটা সামাজিক সংগঠন। বাঙালির অধিকার রক্ষার সংগঠন। ভোট এসেছে বলে রাজ্যের বিভিন্ন জায়গায় সভা করে সিএএ-র বিষয়ে মানুষকে জানাচ্ছেন। এর বেশি কিছু নয়। অথচ সেই বক্তব্য রাখতে গিয়েই আক্রান্ত হতে হল।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ