BREAKING NEWS

২১ অগ্রহায়ণ  ১৪৩০  বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

পাঁচ রাজ্যের রায়

মিজোরাম (৪০/৪০) এগিয়ে / জয়ী
এমএনএফ ১০
জেডপিএম ২৭
কংগ্রেস
বিজেপি
অন্যান্য
মধ্যপ্রদেশ (২৩০/২৩০) জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং

Published by: Sucheta Sengupta |    Posted: August 9, 2019 5:58 pm|    Updated: August 9, 2019 5:58 pm

As ambulance hits glitch, robbers land in police net

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হুবহু যেন সিনেমার চিত্রনাট্য। অ্যাম্বুল্যান্স চেপে ডাকাতির পরিকল্পনাটা ভালই ফেঁদেছিল দুষ্কৃতীরা৷ মজুত অক্সিজেন সিলিন্ডার, পাশেই লুকানো ভোজালি-সহ আগ্নেয়াস্ত্র। ভেবেছিল, রাতের অন্ধকারে অ্যাম্বুল্যান্স দেখে সন্দেহ করবে না পুলিশ। ডাকাতি অথবা ছিনতাই করে অনায়াসেই অ্যাম্বুল্যান্সের নীল আলো ও সাইরেন বাজিয়ে পালানোও সহজ হবে৷ কিন্তু অ্যাম্বুল্যান্স খারাপ হয়ে যাওয়াতেই কপাল পুড়ল ছিনতাইবাজদের। পুলিশের সন্দেহ হওয়ায় পাকড়াও চালক-সহ অ্যাম্বুল্যান্সও। যদিও কাঁকসা পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়েছে ছ’জনের ছিনতাইবাজ চক্র।

[আরও পড়ুন : রান্নার হাত ভাল না হওয়ার ‘শাস্তি’, নববধূকে খুনে অভিযুক্ত স্বামী-শ্বশুর]

বৃহস্পতিবার মাঝরাতে কাঁকসার শিবপুর–মুচিপাড়া রাজ্য সড়কের জাটগোড়িয়া মোড়ে টহলরত পুলিশের চোখে পড়ে, একটি অ্যাম্বুল্যান্স অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে। সন্দেহ হওয়ায় তারা পুলিশের গাড়ি নিয়েই অ্যাম্বুল্যান্সের কাছে যায়। পুলিশের গাড়ি দেখেই অ্যাম্বুল্যান্সের ভিতর ‘রোগী’ ও তার ‘আত্মীয়রা’ জঙ্গলের দিকে পালায়। সন্দেহ আরও তীব্র হয় পুলিশের। তাঁরা অ্যাম্বুল্যান্সের কাছে এসে দেখেন, গাড়ি সারাতে থাকা ব্যক্তিও পালানোর প্রস্তুতি নিচ্ছে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করে পুলিশ। অ্যাম্বুল্যান্সের ভেতরে ঢুকে দেখা যায় স্ট্রেচারে সাদা চাদর গড়াগড়ি খাচ্ছে। ধৃতকে জেরা করতেই পুলিশের চক্ষু চড়কগাছ। সামনে চলে আসে অ্যাম্বুল্যান্স চড়ে করে ছিনতাই ও ডাকাতির ছক৷

ধৃত অ্যাম্বুল্যান্সের চালক সঞ্জয় সিং পুলিশি জেরায় জানায়, এই অ্যাম্বুল্যান্স করেই জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়কে ডাকাতি করতে যেত এই চক্রটি। বড় বড় ট্রাক আটকে চালককে মারধর করে টাকা ছাড়াও ট্রাক ছিনতাইয়েরও অভিযোগ আছে এই চক্রের বিরুদ্ধে৷ এমনই প্রাথমিক অনুমান পুলিশের। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে পুলিশ ধারাল ভোজালি, লোহার রড উদ্ধার করেছে। পলাতক ছিনতাইবাজদের সম্পর্কে জানতে কাঁকসা থানার পুলিশ অ্যাম্বুল্যান্স চালককে গ্রেপ্তার করে। ধৃত সঞ্জয় সিং দুর্গাপুর ফরিদপুর থানা এলাকার বড়গড়িয়ার বাসিন্দা। সেও এই চক্রের সঙ্গে যুক্ত বলেই
পুলিশের দাবি।

[আরও পড়ুন : বলিদান দিবসে শহিদ ক্ষুদিরামের চিতাভূমিতে বৃক্ষরোপণের সংকল্প নাতির]

পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক ছিনতাইবাজরাও দুর্গাপুর ফরিদপুর থানা এলাকারই বাসিন্দা। শুধু এই জেলাতেই নয়, ভিন জেলাতেও রাস্তার উপর অ্যাম্বুল্যান্স নিয়ে ছিনতাই ও ডাকাতি করত এই চক্রটি বলে ধৃত পুলিশের প্রাথমিক জেরায় জানিয়েছে বলে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি–১ (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, “অ্যাম্বুল্যান্স নিয়ে রাস্তার উপর ছিনতাইয়ের ঘটনায় যুক্ত এই চক্রটি। অ্যাম্বুল্যান্সের চালককে গ্রেপ্তার করা হয়েছে। পলাতকদের খোঁজে ধৃতকে জেরা করা হবে।” শুক্রবার ধৃত সঞ্জয় সিংকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে