Advertisement
Advertisement

Breaking News

বেপরোয়া ট্রাক প্রাণ নিল পুলিশের

কর্তব্যরত অবস্থায় আমডাঙা থানার এএসআই অসীম মিশ্রকে পিষে দিল বেপরোয়া ট্রাক৷

asi-thrashed-by-truck-at-amdanga

প্রতীকী ছবি

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 6:58 pm
  • Updated:June 4, 2016 6:58 pm

স্টাফ রিপোর্টার, উত্তর ২৪ পরগনা: ফের বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা জাতীয় সড়কে৷ তবে এবার সাধারণ পথচারী নন, পাথরবোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল পুলিশেরই৷ কর্তব্যরত অবস্থায় আমডাঙা থানার এএসআই অসীম মিশ্রকে পিষে দিল বেপরোয়া ট্রাক৷

শনিবার ভোরে উত্তর ২৪ পরগনার আমডাঙার সোনাডাঙা মোড়ে কর্তব্যরত ছিলেন অসীমবাবু৷ ওই রাস্তা দিয়েই মুখ্যমন্ত্রীর নদিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল৷ সেই কারণেই ৩৪ নম্বর জাতীয় সড়কে ভিআইপি সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছিল৷ সেই সিকিউরিটির তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন আমডাঙা থানার এই এএসআই৷ ভোরবেলা অন্যান্য পুলিশ কর্মীদের নিয়ে দায়িত্ব বণ্টন করতে গিয়েছিলেন তিনি৷ গাড়ি থেকে বিভিন্ন মোড়ে পুলিশ পোস্টিং করাচ্ছিলেন৷ সোনাডাঙা মোড়ের কাছেও তিনি জিপ থেকে নেমে অন্যান্য পুলিশ কর্মীদের ডিউটির স্থান ঠিক করাচ্ছিলেন৷

Advertisement

সেই সময় রাস্তার উপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সেটিকে সাইড করতে যান৷ তখনই কৃষ্ণনগর থেকে বারাসতগামী একটি ট্রাক আসছিল হাইস্পিডে৷ ট্রাকটি আসছে দেখে ওই এএসআই হাত দেখিয়ে সেটিকে গতি কমাতে বলেন৷ কিন্তু গতি না কমিয়ে উল্টে ওই চালক পিষে দেয় অসীমবাবুকে৷ রক্তাক্ত অবস্থায় ছটফট করতে করতে ঘটনাস্থলেই মারা যান তিনি৷

Advertisement

শনিবার ভোরের ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়৷ এলাকাবাসীর অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়ক ক্রমশই মৃত্যুফাঁদ হয়ে উঠছে৷ ট্রাকের ধাক্কায় একের পর এক দুর্ঘটনা ঘটছে৷ কিন্তু তাতেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না৷ কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী৷

উল্লেখ্য, মাস দুয়েক আগেই বেলঘরিয়ায় বেপরোয়া ট্রাকের তলায় পিষ্ট হতে হয় তিন শিশুকে৷ তার কিছুদিন আগে ওই একই জায়গায় এক পথচারীকে পিষে দেয় ট্রাক৷ আর এবার ট্রাকের চাকা পিষে দিল পুলিশকর্মীকেই৷ ফলে ফের একবার প্রশ্ন উঠল বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ নিয়ে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ