Advertisement
Advertisement

Breaking News

Hawrah

এটিএম ভেঙে, জ্বালিয়ে লক্ষাধিক টাকা লুট দুষ্কৃতীদের!হাওড়ার আলমপুরে চাঞ্চল্য

সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ATM broken and looted in Howrah
Published by: Suhrid Das
  • Posted:February 15, 2025 1:08 pm
  • Updated:February 15, 2025 8:09 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: এটিএম ভেঙে, জ্বালিয়ে লক্ষাধিক টাকা লুট। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার আলমপুর এলাকায়। শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে সাঁকরাইল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলমপুরে রাস্তার উপরেই একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এটিএম কাউন্টার আছে। সেটিতেই লুটপাট চালানো হয়। ১৬ লক্ষ টাকা সেই মেশিনে ছিল বলে প্রাথমিক খবর। স্থানীয় ব্যক্তিদেরই ওই লুটের ঘটনা প্রথম নজরে আসে। পুলিশে খবর দেওয়া হয়। সাঁকরাইল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ওই এলাকায় ভোররাতেও পুলিশের গাড়ি টহল দিয়েছিল। তখনও কিছু নজরে আসেনি। প্রাথমিক অনুমান, ভোর পৌনে পাঁচটা নাগাদ লুট হয়েছে।

Advertisement

বেশ কিছু সময় ধরেই এই লুটপাট চলে। দুষ্কৃতীরা সংখ্যায় অনেকে ছিলেন বলে অনুমান। ওই মেশিন ভাঙচুর করা হয়। মেশিনের সামনের দিক আগুন লাগিয়ে পুড়িয়েও দেওয়া হয়েছে। ভাঙা মেশিনের একাধিক টুকরো রাস্তার সামনেও পড়ে থাকতে দেখা যায়। এটিএম কাউন্টারের মধ্যেও ছড়িয়েছিটিয়ে ছিল একাধিক টুকরো। পুলিশের উচ্চপদস্থ কর্তারাও ঘটনাস্থলে যান। ওই এলাকায় একটিই এটিএম কাউন্টার বলে জানা গিয়েছে।

ফলে গ্রাহকের সংখ্যা বেশি থাকার জন্য প্রতিদিন অনেক পরিমাণ টাকা সেখানে রাখা হয়। লক্ষাধিক টাকা লুট হয়েছে বলে পুলিশ মনে করছে। ব্যাঙ্কের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এটিএম কাউন্টারের মধ্যে সিসিটিভি আছে। সেই ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের চেনার চেষ্টা চলছে। এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এটিএম কাউন্টারে কোনও সময়ই নিরাপত্তারক্ষী থাকে না। ঘটনায় ক্ষোভপ্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ।

সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ জানতে পেরেছে, একটি কালো রঙের বোলেরো গাড়িতে চেপে ৪ দুষ্কৃতী ওই এটিএমে আসেন। ওই গাড়িটি চুরি করা হয়েছিল। পরে সেই গাড়ি ১৬ নম্বর জাতীয় সড়কে ধুলাগড়ের পুরেনো চৌরাস্তা থেকে উদ্ধার হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি বলেন, “এটিএম লুটে গাড়ি ও গ্যাসকাটার উদ্ধার হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।” দুষ্কৃতীরা জাতীয় সড়ক ধরে গাড়ি পালটে পালিয়েছে। তাঁরা ভিনরাজ্যের কোনও চক্রের বলে অনুমান করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement