Advertisement
Advertisement

Breaking News

Babul Supriyo Mamata Banerjee

‘রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না’, আক্রমণ বাবুলের, পালটা তোপ সৌগতর

বাবুল-সৌগত বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি।

Babul Supriyo slams Bengal CM Mamata Banerjee ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 20, 2020 1:52 pm
  • Updated:November 20, 2020 1:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা বাবুল সুপ্রিয়র। রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান মানেন না, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। আসানসোলের বিজেপি সাংসদের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। তাঁর কথায় আমল দিতে নারাজ সৌগত রায়। বাবুল সংবিধান সম্পর্কে কিছুই জানেন না বলে পালটা তোপ তৃণমূল সাংসদের।

রাজ্যে বিজেপি (BJP) কর্মীদের মৃত্যুর ঘটনায় বারবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে বলেও উঠেছে অভিযোগ। ইতিমধ্যেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কাছেও সে অভিযোগ জানিয়েছে বিজেপি নেতৃত্ব। টুইটেও একাধিকবার সুর চড়িয়েছেন রাজ্যপাল। প্রশাসনিক ক্ষেত্রে তিনিও তুলেছেন দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছেও অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল।

Advertisement

নির্বাচনের দামামা বাজতে না বাজতেই এবার একই অভিযোগে সরব বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “বাংলার মানুষ আমাদের পাশে রয়েছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় আবারও ক্ষমতায় আসেন তবে ধরে নিতে হবে তা পুলিশ, প্রশাসনের উপর প্রভাব খাটিয়েই হয়েছে। আমরা আশাবাদী কমপক্ষে ২০০ আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসব। বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যবাসী সবকিছুই পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানে বিশ্বাসী নন। মোকাবিলার রাস্তা আমাদের কাছে পরিষ্কার।” রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন কার্যত রাজ্যে ৩৫৬ ধারা জারির বিষয়েই পরোক্ষে জোর সওয়াল করলেন বাবুল সুপ্রিয়।

Advertisement

[আরও পড়ুন: মালদহে বিস্ফোরণে মৃত বেড়ে ৬, ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারে ফরেনসিক দল]

যদিও বাবুলের কথাকে সেভাবে আমল দিতে নারাজ তৃণমূল। সাংসদ সৌগত রায় তাঁর কথাকে একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর কটাক্ষ, বাবুল (Babul Supriyo) গানবাজনা নিয়ে থাকতেন। তাই তিনি রাজনীতির কিছুই বোঝেন না। বাবুলের কথার কোনও গুরুত্ব নেই। এসব কথা বলে তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ হবে না। আপাতত বাবুল-সৌগত বাকযুদ্ধে সরগরম রাজ্য রাজনীতি।

[আরও পড়ুন: কলকাতা-সহ গোটা রাজ্যে কবে মিলবে শীতের আমেজ? জেনে নিন কী বলছে হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ