Advertisement
Advertisement

Breaking News

মায়েদের নাম-বিভ্রাটে সদ্যোজাতের হাতবদল! পুলিশের দ্বারস্থ রোগীর পরিবারের

ঘটনায় তিন নার্সকে শো-কজ করেছে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল৷

Baby misplacing allegation in Raiganj hospital
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 11, 2018 5:29 pm
  • Updated:June 11, 2018 6:49 pm

শংকর রায়, উত্তর দিনাজপুর: একজন সাবিনা৷ আর একজন শাবানা৷ মায়েদের নামের গেরোয় সদ্যোজাতের হাতবদলের অভিযোগ৷ বিপাকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল কর্তৃপক্ষ৷ এদিকে আবার মৃত সন্তানের দেহ না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেছে সাবানা খাতুনের পরিবারে৷ হাসপাতালের তিনজন নার্সকে শোকজ করেছেন রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার গৌতম মণ্ডল৷

[খুনের আগে অজয়ের সঙ্গে মদ্যপান সখী-বিশ্বজিতের, অশোকনগর কাণ্ডে নয়া মোড়]

Advertisement

ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে৷ গত শুক্রবার রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা সাবিনা খাতুন৷ ওইদিনই আবার একই হাসপাতালে পুত্রসন্তান হয় বিহারের গৃহবধূ শাবানা খাতুনেরও৷ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মৃত সন্তান প্রসব করেছিলেন ভিন রাজ্যের ওই মহিলা৷ আর শারীরিক কিছু সমস্যার কারণে করণদিঘির সাবিনার পুত্রসন্তানকে রাখা হয়েছিল এনআইসিইউ বা নিকুতে৷ কিন্তু, ঘটনার দিন রাতে সাবিনার ভাসুর যখন সদ্যোজাতকে নিতে হাসপাতালে আসেন, তখন তাঁর হাতে বিহারের শাবানা খাতুনের মৃত সন্তানকে তুলে দেওয়া হয় বলে অভিযোগ৷ যদিও শিশু বদলের বিষয়টি টের পাননি তিনি৷ বাড়ি নিয়ে গিয়ে রীতিমাফিক শিশুটি কবরও দিয়ে দেন সাবিনা খাতুনের পরিবারের লোকেরা৷

Advertisement

[মাঝপথে বিকল এসি, ব্রহ্মপুত্র মেলে অসুস্থ হয়ে পড়লেন বহু যাত্রী]

এদিকে মৃতই কিংবা জীবিত, নিজের সন্তানকে বাড়ি নিয়ে যেতে চান বিহারের বাসিন্দা শাবানা খাতুনও৷ সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় যখন মৃত শিশুটিকে নিতে তাঁর পরিবারের লোকের রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যান, তখনই নিজেদের ভুল বুঝতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তড়িঘড়ি খবর পাঠানো হয় করণদিঘিতে সাবিনা খাতুনের বাড়িতে৷ তাঁর পরিবারের দাবি, হাসপাতাল তরফে জানানো হয়, মৃত শিশুটির সাবিনা খাতুনের নয়৷ তাঁর সন্তান বেঁচে আছে৷ কিন্তু, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷ বিহারের শাবানা খাতুনের মৃত সন্তানকে করব দিয়ে ফেলেছে করণদিঘির সাবিনা খাতুনের পরিবার৷ এদিকে, মৃত সন্তানের দেহ না পেয়ে রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিহারের পরিবারটি৷ শোনা যাচ্ছে, সমস্যা মেটাতে শিশুটির দেহ কবর থেকে তুলে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷ ঘটনায় তিন জন নার্সকে শোকজ করেছেন রায়গঞ্জ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপার গৌতম মণ্ডল৷  তবে প্রকাশ্যে মুখে কুলুপ এটেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷

[প্লাস্টিকখেকো জীবাণুর খোঁজ পেলেন বাঙালি বিজ্ঞানী, দূষণ নিয়ন্ত্রণে নয়া দিশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ