Advertisement
Advertisement

কলেজের পরিকাঠামো উন্নয়নে টাকা দিতে হবে মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও!

বিতর্কে বালুরঘাট কলেজ৷

Balurghat college imposes ‘development fee’ on open university students
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2018 1:02 pm
  • Updated:June 4, 2018 1:02 pm

রাজা দাস,দক্ষিণ দিনাজপুর:  কলেজে গিয়ে ক্লাস করেন বটে৷ তবে কেউই ওই কলেজের পড়ুয়া নন৷ পরিকাঠামো উন্নয়নের জন্য নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কাছে টাকা চেয়ে বিতর্কে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজ৷ রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের ৫০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে বলে অভিযোগ৷ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, টাকা না দিলে আগামীদিনে ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ৷ এই ঘটনায় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন এক পড়ুয়া৷

[হাই মাদ্রাসায় শিক্ষক নিয়োগে সমস্যা, জল গড়াতে পারে কমিশন পর্যন্ত]

Advertisement

কাজের চাপে বা অন্য কারণে অনেকের পক্ষে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিয়মিত ক্লাস করা সম্ভব হয় না৷ আবার সাধারণ বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে সুযোগ না পেয়ে মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়েছেন, এমন পড়ুয়ার সংখ্যাও কম নয়৷ তবে নিয়মিত না হলেও, মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদেরও ক্লাস করতে হয়৷ সাধারণত ছুটির দিনে কিংবা সপ্তাহে নির্দিষ্ট দু’একদিন মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয় বিভিন্ন কলেজ বা স্টাডি সেন্টারে৷ কিন্তু, সংশ্লিষ্ট কলেজ বা স্টাডি সেন্টারের সঙ্গে মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কোনও সম্পর্ক থাকে না৷ তাঁরা শুধুমাত্র ক্লাস করতেই কলেজ বা স্টাডি সেন্টারে যান৷ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজে ছুটির দিনে চলে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন৷ পড়ুয়া কয়েকশো৷ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে বালুরঘাট কলেজ কর্তৃপক্ষ৷ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের অভিযোগ, ওই বিজ্ঞপ্তিতে কলেজের পরিকাঠামো উন্নয়নের জন্য তাঁদের ৫০০ টাকা করে দিতে বলা হয়েছে৷ টাকা জমা দিতে হবে কলেজের ব্যাংক অ্যাকাউন্টে৷ আর যদি কোনও পড়ুয়া টাকা না দেন, তাহলে ভবিষ্যতে তাঁকে ফর্ম ফিলাপ করতে দেওয়া হবে না৷ বালুরঘাটের কলেজের এই বিজ্ঞপ্তিকে ঘিরে বিতর্ক তুঙ্গে৷

Advertisement

নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বক্তব্য, তাঁদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বালুরঘাট কলেজের কোনও সম্পর্ক নেই৷ নিয়ম বহির্ভুতভাবে টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছে৷ অন্য একটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বালুরঘাট কলেজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেবেনই বা কেন?  সেই প্রশ্ন উঠেছে৷ তবে কলেজই নয়, এই ঘটনায় নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ৷ গোটা ঘটনাটি মেল করে মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন এক পড়ুয়া৷ তাঁর দাবি, এখনও পর্যন্ত কেউ বালুরঘাট কলেজের অ্যাকাউন্টে ৫০০ টাকা জমা দেননি৷

[অজানা জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু জেলা পরিষদে জয়ী প্রার্থীর, চাঞ্চল্য তারকেশ্বরে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ