Advertisement
Advertisement
Bandel station

দু’দিন সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল স্টেশন, জেনে নিন ২৭ মে থেকে ৭২ ঘণ্টা কোন পথে চলবে ট্রেন

৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

Bandel station to cease operation for two days | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:May 21, 2022 11:04 am
  • Updated:May 21, 2022 11:04 am

সুব্রত বিশ্বাস: বর্ধমান মেন লাইনের ব্যান্ডেল-শক্তিগড় শাখায় তিন নম্বর লাইন চালু হবে। চলবে ইন্টারলকিংয়ের কাজ। সে কারণে আগামী ২৭ মে শুক্রবার বিকাল তিনটে থেকে ৩০ মে সোমবার বিকেল তিনটে- অর্থাত্‍ ৭২ ঘণ্টা ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে দু’দিন ব্যান্ডেল স্টেশন (Bandel Station) সম্পূর্ণ বন্ধ থাকবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানায় পূর্ব রেল। গত ১৩ মে থেকে এই কাজের জন্য দুপুরে চার ঘণ্টা ট্রেন নিয়ন্ত্রণে রাখা হচ্ছিল। সেই যন্ত্রনা আরও বাড়তে চলেছে।

৭২ ঘণ্টা কোন কোন ট্রেন কোথা থেকে চলাচল করবে? কী জানাল পূর্ব রেল (Eastern Rail)? জেনে নিন।

Advertisement

২৭ মে, ২০২২, শুক্রবার:

Advertisement
  • ব্যান্ডেল, বর্ধমান এবং কাটোয়ার জন্য শেষ ইএমইউ লোকালগুলি হাওড়া থেকে যথাক্রমে দুপুর ১:৩৩, দুপুর ১২:৩০ এবং বেলা ১২:১০ মিনিটে ছাড়বে।
  • হাওড়ার জন্য শেষ ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ১২টা ৫৫, সকাল ১০টা ২০ এবং দুপুর ২টো ১২ মিনিটে ছাড়বে।
  • কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য শেষ ইএমইউ লোকাল সকাল ১১টা ১০ এবং দুপুর ১টা ৩০ মিনিটে ছাড়বে।
  • কাটোয়া ও নৈহাটির জন্য ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ১২টা ৩৫ এবং ১২টা ৫২ মিনিটে ছাড়বে। 

[আরও পড়ুন: ‘ধর্ষণ বন্ধ হোক!’ টপলেস হয়ে কান চলচ্চিত্র উৎসবে প্রতিবাদ ইউক্রেনের মহিলার]

এছাড়াও হাওড়া ও মেমারির মধ্যে দু’জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ ও বর্ধমান এবং শিয়ালদহ ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল বাতিল থাকবে। শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে।

২৮ ও ২৯ মে, ২০২২, শনি ও রবিবার:

  • এই দু’দিন ব্যান্ডেলে সমস্ত ইএমইউ, মেমু এবং প্যাসেঞ্জার ট্রেন বাতিল থাকবে।

৩০ মে, ২০২২, সোমবার:

  • ব্যান্ডেল, বর্ধমান ও কাটোয়ার জন্য প্রথম ইএমইউ লোকাল হাওড়া থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টো ২০ এবং ২টা ৩০ মিনিটে ছাড়বে।
  • হাওড়ার জন্য প্রথম ইএমইউ লোকাল বর্ধমান, কাটোয়া এবং ব্যান্ডেল থেকে যথাক্রমে দুপুর ২টা ৪০, ২টা ৪৫ এবং ৩টে ১০ মিনিটে ছাড়বে।
  • কাটোয়া ও নৈহাটি থেকে ব্যান্ডেলের জন্য প্রথম লোকাল যথাক্রমে দুপুর ১টা ১৫ এবং বিকেল ৪টে ৮ মিনিটে ছাড়বে।
  • কাটোয়া এবং নৈহাটির জন্য প্রথম ইএমইউ লোকাল যথাক্রমে বিকেল ৪টে ৩০ এবং ৩টে ৪১ মিনিটে ছাড়বে।

এছাড়াও হাওড়া ও মেমারির মধ্যে দু’জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ ও বর্ধমান এবং শিয়ালদহ ও কাটোয়ার মধ্যে এক জোড়া ইএমইউ লোকাল, শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমু বাতিল থাকবে। একগুচ্ছ এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে। বিশ্বভারতী প্যাসেঞ্জার, আসানসোল-শিয়ালদহ এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হুল এক্সপ্রেস, প্রথম স্বাধীন সংগ্রাম এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।

[আরও পড়ুন: প্রথমদিন জেলের খাবার খেলেন না সিধু, ঘুমোতে হচ্ছে সিমেন্টের বিছানায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ