প্রতীকী ছবি
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখতে টাকার টোপ! প্রতিবাদ করায় নির্যাতিতার বাবাকে বেধড়ক মারধরের অভিযোগ। অবশেষে আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গোপালনগর।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার গোপালনগরের আকাইপুরের বাসিন্দা ওই নাবালিকা। অভিযোগ, ২৪ জুলাই নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী যুবক। নাম কিশোর রায়। এর পরই পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, সেই সময় মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতার পরিবারকে ৪০ হাজার টাকা দিতে চায় অভিযুক্তের আত্মীয়রা। নিতে রাজি না হওয়ায় নাবালিকার বাবাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সুস্থ হয়ে বাড়ি ফিরেই আদালতের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা
প্রসঙ্গত, চলতি বছরের ২৪ জুলাই গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই নাবালিকা বাড়িতে একা ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে বিশেষ ক্ষমতাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণ করে প্রতিবেশী কিশোর রায়। অভিযোগ পেয়েই তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে পুলিশ। যে কোনও মূল্যে তাকে বাড়ি ফেরাতে মরিয়া পরিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.