Advertisement
Advertisement

দিঘার ব্যাংকে ঢুকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের চেষ্টা বাংলাদেশি যুবকের, পাকড়াও পুলিশ

নিউ দিঘার একটি হোটেলে ভাড়া থাকছিলেন।

Bangladeshi youth arrested for trying to loot 1 lacs 70k from bank in Digha | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 9, 2023 5:21 pm
  • Updated:May 9, 2023 5:21 pm

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দিঘায় আত্মগোপন করেছিল বাংলাদেশের যুবক। সেখানে বসেই ব্যাংক থেকে টাকা ছিনতাইয়ের ছক কষেছিলেন। মঙ্গলবার দিঘার ব্যাংকে ঢুকে প্রায় ২ লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা করতেই হাতেনাতে ধরা পড়ে যান। তাঁকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে।

বাংলাদেশের যুবকের নাম মহম্মদ টিটন খান। বাড়ি খুলনার পানিগতি এলাকায়। জানা গিয়েছে, ওই যুবক গত ৩০ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। গত ৭ মে দিঘায় আসেন মহম্মদ। নিউ দিঘার একটি হোটেলে ভাড়া থাকছিলেন। গতকাল অর্থাৎ সোমবার দিঘার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এক গ্রাহক টাকা জমা দিতে ঢোকে। স্থানীয় দিঘা থানার বাসিন্দা প্রসেনজিৎ প্রধান ব্যাংকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জমা দিতে গিয়েছিলেন। তখনই বিপত্তি বাঁধে।

Advertisement

[আরও পড়ুন: ‘না জেনে লিখে এনে বড় বড় ভাষণ’, নাম না করে শাহর কবিপ্রণাম নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর]

প্রসেনজিৎবাবু বলেন, “আমি যখন ড্রাফটি পূরণ করছিলাম পাশে থাকা টাকার ব্যাগটি ওই যুবক ব্লেড দিয়ে কাটতে শুরু করে। তখনই আমার নজরে আসে। তৎক্ষণাৎ আমি ব্যাংক কর্তৃপক্ষকে জানাই। ব্যাংক কর্তৃপক্ষ দিঘা থানায় ফোন করলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।” পরে স্থানীয়রা যুবককে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়। দিঘা থানা পুলিশ ধৃত মহম্মদ টিটন খানকে আদালতে পাঠায়।

[আরও পড়ুন: ‘হ্যামলেট নয়, ওঁকে ম্যাকবেথ বা সিজারের মতো লাগছে’, রাজ্যপালকে তোপ ব্রাত্যর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement