ফাইল ছবি
রাজ কুমার, আলিপুরদুয়ার: এবার বাংলাদেশিদের জন্য আপাতত বন্ধ হল ডুয়ার্সের হোটেলের দরজা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ উত্তপ্ত। ভারত সম্পর্কে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছে পড়শি দেশ। ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও দেখা গিয়েছে। সেই সব কিছুকে সামনে রেখেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
উত্তরবঙ্গের ডুয়ার্স পর্যটনের জন্য অতি জনপ্রিয় স্থান। শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে ডুয়ার্সে। হোটেল, হোম স্টেগুলিতে জায়গা পাওয়া যায় না। বাংলাদেশি পর্যটকরাও ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে যান। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কোনওভাবেই বাংলাদেশিদের ছাড় দেওয়া হচ্ছে না। বাংলাবেশিদের বয়কট করা হল। ওই দেশের নাগরিকরা ডুয়ার্সে গেলে থাকার জায়গা পাবেন না। হোটেল, হোম স্টেগুলির দরজা আপাতত তাদের জন্য বন্ধই রাখছে।
শুক্রবার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বিষয়ে বৈঠক হয়। সেখানে প্রায় সব হোটেল ও হোম স্টে মালিকরা উপস্থিত ছিলেন। সকলেই এই বিষয়ে একমত। বাংলাদেশের নাগরিকদের কাছে বার্তা দিতে চাইছেন ডুয়ার্সের হোটেল মালিকরা। দেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশিদের বয়কট করা হচ্ছে। সেই কথা স্পষ্ট জানিয়ে দেওয়া হল। এই বিষয়টি চিঠির আকারে আলিপুরদুয়ারের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও সংগঠনের তরফ থেকে জমা দেওয়া হয়েছে।
এর আগে শিলিগুড়ির হোটেল মালিক সংগঠনের তরফে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তর ২৪ পরগনার বারাসত, মালদহ শহরের একাধিক হোটেলেও বাংলাদেশিদের থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়। অনুপ্রবেশকারী ও জঙ্গিরা সীমান্ত পেরিয়ে এই সব এলাকায় এসে হোটেলে গা ঢাকা দিতে পারে। সেই আশঙ্কাতেও বাংলাদেশিদের নিষিদ্ধ করা হয়েছে এইসব জায়গার হোটেলগুলিতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.