দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হলেন সবজি ব্যবসায়ী। আহতের নাম আয়ুব আলি মোল্লা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বৃন্দাখালি মাঠপাড়া এলাকায়। আহত ব্যক্তি দলীয় প্রার্থীর ভাই বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব।
[অ্যাম্বুল্যান্সে ‘অসুস্থ’ প্রার্থী নাকি অন্য কেউ? হামলা এড়াতে নয়া রণনীতি বিজেপির]
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো এলাকায় ভ্যানে করে সবজি বিক্রি করতে আসছিলেন আয়ুব আলি মোল্লা। তখনই তাঁকে মারধর শুরু করে কয়েক জন দুষ্কৃতী। সবজির ভ্যান নিয়ে পালাতে যায় আয়ুব আলি। তখন তাঁকে পিছন থেকে লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতীরা। বাঁ পায়ে গুলি লেগে মাটিতে পড়ে যান তিনি। আহত অবস্থায় বাড়ির লোক হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় দুষ্কৃতীরা। পরে খবর পেয়ে বারুইপুর থানা থেকে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায়। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে ভরতি করা হয়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। আহত ব্যক্তির বোন রসিদা বিবির অভিযোগ, ‘শুক্রবার আমার অন্য এক ভাই সাজমুল লস্কর এলাকায় সিপিএম প্রার্থীর হয়ে মনোনয়ন জমা দিয়েছে। মনোনয়ন জমা দিতে যেতে না পারে তার জন্য বারবার হুমকি দেওয়া হচ্ছিল। সেই হুমকি উপেক্ষা করে মনোনয়ন জমা দেওয়ায় দাদাকে গুলি করেছে তৃণমূলের লোকরাই।’
[গভীর রাতে জাঙ্গিপাড়ায় তৃণমূল কার্যালয়ে হামলা, তাজা বোমা রেখে চম্পট দুষ্কৃতীদের]
আহত ব্যক্তিকে বারুইপুর মহকুমা হাসপাতালে দেখতে যান সিপিএম নেতা সূজন চক্রবর্তী-সহ বাম প্রতিনিধিদল। সিপিএম এই ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করে। অন্যদিকে, তৃণমূলের বারুইপুর ব্লকের ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, ‘এলাকায় নিজেদের মধ্যেই গন্ডগোলে গুলি ছোড়াছুড়ি করছিল সিপিএমের লোকেরাই। নিজেদের গুলিতে আহত হয়েছেন ওই ব্যক্তি। তৃণমূল কোনওভাবে জড়িত নয়।’