Advertisement
Advertisement

লাগাতার হিংসার জেরে অপসারিত বাসন্তীর ওসি, দায়িত্বে আইসি

স্থানীয় নেতাদের ভূমিকায় অসন্তুষ্ট স্বয়ং মুখ্যমন্ত্রী।

Basanti violence: Officer in charge shunted, IC to take charge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2018 11:07 am
  • Updated:January 25, 2018 11:07 am

স্টাফ রিপোর্টার: জনজীবনে পাকাপাকিভাবে শান্তি ফেরাতে এবার সুন্দরবনের বাসন্তীতে ওসি অর্ধেন্দুশেখর দে-কে সরিয়ে আইসি পদমর্যাদার সুবিন্দু সরকারকে দায়িত্বে নিয়ে এল রাজ্য সরকার। এর আগে অবশ্য বাসন্তী থানাকে আইসি মর্যাদায় উত্তীর্ণ করে একজন ইনস্পেক্টরকে দায়িত্বে আনার কথা ঘোষণা করেছে নবান্ন। দল ও গোষ্ঠী না দেখে অশান্তির চেষ্টা করা যে কোনও ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসারকে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। কারণ, ব্যক্তিগত বিবাদের জেরে এই সংঘর্ষ হয়ে চললেও সংঘর্ষে লিপ্ত ব্যক্তিত্বরা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগাচ্ছেন।

[বিহার থেকে বাসন্তীতে পাচারের ছক, ক্যানিংয়ে আটক প্রচুর কার্তুজ]

প্রায় একবছর ধরে দু’দলের রক্তক্ষয়ী সংঘর্ষে বাসন্তীতে প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। ব্যক্তিগত ও পারিবারিক বিবাদ থেকে এমন হিংসা ছড়ানোর ঘটনায় খুবই বিরক্ত এবং স্থানীয় নেতাদের ভূমিকায় অসন্তুষ্ট স্বয়ং মুখ্যমন্ত্রী। বিশেষ করে দুই দলের দুই শীর্ষ নেতা বিধায়ক শওকত মোল্লা ও জয়ন্ত নস্করকে দলের তরফে একাধিকবার সতর্কও করা হয়েছে। কিন্তু বাসন্তীর হেতমখালি, চড়াবিদ্যা, ফুলমালঞ্চ, আঠারোবাঁকি জুড়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে শতাধিক বাড়ি পুড়েছে। এলাকাছাড়া বেশ কয়েকশো মানুষ। বিদায়ী ওসি অর্ধেন্দুর পাশাপাশি এলাকার আইসির ভূমিকা নিয়েও দলীয় স্তরেও যথেষ্ট ক্ষোভ রয়েছে। বস্তুত এই কারণে জেলার রিপোর্ট পেয়ে ওসি অপসারণ করে দক্ষ ও অভিজ্ঞ অফিসার সুবিন্দুকে দায়িত্ব দেওয়ার সবুজ সংকেত দিয়েছে নবান্ন। আর প্রশাসনের সর্বোচ্চ মহলের সমর্থন পেয়েই বৃহস্পতিবার সকাল থেকেই দায়িত্ব পেয়ে মাঠে নেমে পড়েছেন নয়া আইসি। দিনকয়েক আগে তৃণমূলের মহাসচিব ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “দলের তরফে অন্তর্তদন্ত করা হচ্ছে। অশান্তির আগুন ছড়ানোর ঘটনায় যুক্ত দলীয় ব্যক্তিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেবে দল।” জয়নগরের সভায় আরও কড়া সুরে জানিয়ে এসেছিলেন স্বয়ং জেলা সভাপতি ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। আর এবার নতুন আইসি দিয়ে সেই ব্যবস্থা কার্যকর শুরু হল।

Advertisement

[ক্ষোভে ফুঁসছে বাসন্তী, চড়াবিদ্যায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিশ]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ