Advertisement
Advertisement

Breaking News

বিদেশি পর্যটক টানায় গোয়াকে টেক্কা বাংলার

পর্যটকদের সংখ্যায়ও সেরা দশে জায়গা হয়েছে এ রাজ্যের৷

Bengal beats Goa to attract international tourist
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 2, 2016 11:28 am
  • Updated:June 5, 2023 7:28 pm

স্টাফ রিপোর্টার: বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে রাজস্থান, কেরল গোয়া কর্নাটককেও পিছনে ফেলল পশ্চিমবঙ্গ৷ চমকে দিয়ে দেশের সেরা দশ রাজ্যের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলা৷ বিশ্বের দরবারে এ রাজ্যের ছবি যে অনেকটা উজ্জ্বল তা স্পষ্ট কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্ব বাংলা ব্র্যান্ড’ কার্যকর ভূমিকা নিয়েছে বলে মনে করছেন বিভিন্ন পর্যটন সংস্থার কর্তারা৷ তবে তালিকায় গতবারের মতোই এবারও শীর্ষে তামিলনাড়ু৷ ২০১৫ সালে তামিলনাড়ুতে বিদেশি পর্যটক এসেছেন ৪৬ লক্ষ ৮০ হাজারের মতো৷ দ্বিতীয়স্থানে মহারাষ্ট্র৷ সেখানে বিদেশি পর্যটকদের সংখ্যা ৪৪ লক্ষ ১০ হাজার৷ যদিও বিদেশের কাছে ভারতের প্রবেশদ্বার হিসাবে চিহ্নিত মুম্বই এয়ারপোর্টের কারণেই মহারাষ্ট্রের পর্যটক সংস্থা বেড়েছে বলেই মনে করা হচ্ছে৷ পশ্চিমবঙ্গে গত বছর বিদেশি পর্যটক এসেছেন ১৪ লক্ষ ৯০ হাজার৷ দেশের পর্যটকদের সংখ্যায়ও সেরা দশে জায়গা হয়েছে এ রাজ্যের৷
বিশ্বের পর্যটন মানচিত্রে বাংলাকে তুলে ধরার ক্ষেত্রে পর্যটন দফতরকে ডেকে সাজানো হয়েছিল৷
মমতা সরকারে এসেই এ ব্যাপারে জোর দেন৷ আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ওয়েবসাইটে বদল আনা হয়েছিল৷ এমনকী, শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে প্রচার করেছিল রাজ্য সরকার৷ পাশাপাশি কলকাতা বিমানবন্দরের ব্যাপক উন্নতি হয়েছে৷ বাগডোগরা, কোচবিহার ও অণ্ডাল বিমানবন্দরের উঠে আসাও অন্যতম কারণ৷ বিভিন্ন পর্যটনকেন্দ্রকে আরও আকর্ষণীয় করে তুলতে ঢেলে সাজানো হচ্ছে৷ কলকাতা, শান্তিনিকেতন বা দার্জিলিং, দিঘা ও সুন্দরবনে তাই এসেছেন বিদেশের পর্যটকরা৷
তামিলনাড়ু বিদেশি পর্যটক টানার তালিকায় শীর্ষে থাকার অন্যতম কারণ, বিদেশে বসবাসকারী সেই রাজ্যের বাসিন্দারা৷ অনেকেই আবার বিদেশে পড়তে যান৷ উত্তরপ্রদেশ তৃতীয় স্থানে৷ সেখানে গতবছর বিদেশি পর্যটক এসেছেন প্রায় ৩১ লক্ষ৷ সেক্ষেত্রে তাজমহলের বড় ভূমিকা রয়েছে৷ দিল্লির স্থান চতুর্থ৷ পর্যটক এসেছিলেন প্রায় ২৩ লক্ষ ৮০ হাজার৷ দেশের রাজধানী হওয়ার পাশাপাশি কুতুবমিনার, লালকেল্লা নিয়ে দিল্লির মুঘল ইতিহাস রয়েছে৷ এর পরের স্থানই পশ্চিমবঙ্গের৷ তবে রাজস্থানে গত বছর বিদেশি পর্যটক এসেছেন প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার৷ কেরলে তার তুলনায় অনেক কম, প্রায় ৯ লক্ষ ৮০ হাজার৷ বিহারে ৯ লক্ষ ২০ হাজার, কর্নাটকে ৬ লক্ষ ৪০ হাজার ও গোয়ায় আসা বিদেশি পর্যটকের সংখ্যা ৫ লক্ষ ৪০ হাজার৷ রাজস্থান, গোয়াকেও পিছনে ফেলে পশ্চিমবঙ্গের উঠে আসা দেশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বটে৷ পর্যটন মন্ত্রকের তথ্য, সারা দেশে ২০১৪ সালের তুলনায় গত বছর বিদেশের পর্যটক বেড়েছে প্রায় দশ লক্ষ৷ দেশের পর্যটক টানার ক্ষেত্রে তামিলনাড়ুর পর ক্রমানুযায়ী স্থান উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাত ও রাজস্থান৷ সারা দেশের নিরিখে এই ক’টি রাজ্য মোট প্রায় ৮৪ শতাংশ দেশীয় পর্যটক টেনেছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ