Advertisement
Advertisement

Breaking News

বাজারে খুচরো মদ বিক্রি করবে রাজ্য সরকার

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

Bengal govt to enter liquor distribution business
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 14, 2017 7:07 pm
  • Updated:January 14, 2017 7:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার খুচরো বাজারে মদ বিক্রি করবে রাজ্য সরকার৷ এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর৷ সরকারি উদ্যোগে খুচরো বাজারে মদ বিক্রির জন্য ইতিমধ্যেই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলাশাসকদের৷ মদ স্টক করতে গোডাউন তৈরি করা হবে৷

মদ বিক্রির জন্য জেলাগুলিকে জমি চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজ কোম্পানি নামে একটি কোম্পানি তৈরি করা হবে৷ সেই কোম্পানি মারফত খুচরো বাজারে মদ বিক্রি করবে সরকার৷ আবগারি দফতরের অধীনে থাকবে এই কোম্পানি৷ আগামী দু’তিন মাসেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে৷ বিভিন্ন কোম্পানির কাছ থেকে মদ কিনে জেলায় জেলায় ওয়েস্ট বেঙ্গল বেভারেজ কোম্পানির আউটলেটগুলিতে মদ বিক্রি করা হবে বলে জানা গিয়েছে৷

Advertisement

দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দীর্ঘদিন আগেই সরকার খুচরো বাজারে মদ বিক্রির সিদ্ধান্ত নেয়৷ কেরল, তামিলনাড়ু ও ওড়িশা সরকার অনেক আগে থেকেই খুচরো বাজারে মদ বিক্রি করে আসছে৷ মূলত খুচরো বাজারে মদ বিক্রি করলে বাড়তি রাজস্ব আদায় সম্ভব হবে বলে মনে করা হচ্ছে৷ শীঘ্রই দেশজুড়ে জিএসটি চালু হবে৷ সেক্ষেত্রে রাজস্ব আদায়ে ঘাটতি থাকবে বলে মত বিশেষজ্ঞদের৷ সে কারণেই এই উদ্যোগ বলেও জানা গিয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ