স্টাফ রিপোর্টার: ছোট ও মাঝারি শিল্পে দেশে সেরা হওয়ার পর এবার বৃহৎ শিল্পেও অন্যতম সেরার তকমা পেল রাজ্য। কেন্দ্রীয় রিপোর্ট বলছে, বড় শিল্পে লগ্নির সদিচ্ছার ক্ষেত্রে এ রাজ্য বিনিয়োগকারীদের প্রথম পছন্দ। ২০২৪ সালে যে দেশের মধ্যে যে তিনটি রাজ্যে শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে কর্পোরেট সংস্থাগুলি, তার মধ্যে রয়েছে বাংলা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডলে পোস্ট করে এই সাফল্যের কথা জানিয়ে লেখেন, ‘প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারন্যাল ট্রেড’ বা ‘ডিপিআইআইটি’-এর যে সর্বশেষ রিপোর্ট কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে, তাতে পশ্চিমবঙ্গ সামনের সারিতে রয়েছে। বৃহৎ শিল্পে লগ্নির আগ্রহের দিক থেকে বাংলা রাজ্যগুলির মধ্যে রয়েছে একেবারে উপরের সারিতে।
Glad to share that we are now in the top grade of the country in big industries sector also. We have been at country’s top level in the MSME sector for some years; now we are a big achiever in big industries too.
According to the latest report published by the Government of…
— Mamata Banerjee (@MamataOfficial) March 12, 2025
দিনকয়েক আগেই কেন্দ্রীয় সমীক্ষায় দেশের সব রাজ্যকে পিছনে ফেলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সেরা হয়েছিল রাজ্য। উৎপাদন শিল্প ও নারী পরিচালিত সংস্থার সংখ্যাও এ রাজ্যেই সব থেকে বেশি, এই তথ্যই উঠে এসেছিল ন্যাশনাল স্ট্যাটিসটিক্স অফিস-এর দেওয়া পরিসংখ্যানে। এবার বৃহৎশিল্পে লগ্নির আগ্রহেও এগিয়ে থাকার পর মুখ্যমন্ত্রী লেখেন, ‘এমএসএমই-তে কয়েক বছর ধরে দেশে সেরার আসনে থাকার পর এখন বৃহৎ শিল্পেও আমরা সাফল্য অর্জন করেছি।’
তিনি জানান, ‘ডিপিআইআইটি-এর ২০২৪-‘২৫-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, বড় কর্পোরেট শিল্পে লগ্নির আগ্রহের দিক থেকে আমরা ২০২৪-এ সব রাজ্যকে ছাড়িয়ে গিয়েছি। দেশের তিনটি সেরা রাজ্যের মধ্যে রয়েছি আমরা। এমএসএমই-র সাফল্যের থেকেও তা অনেক বেশি।’ এবারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটও যথেষ্ট আশাব্যঞ্জক হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘ভবিষ্যতে আরও রেকর্ড গড়বে বাংলা।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.