Advertisement
Advertisement
Bengal Polls:

ভোটের আগের রাতে নবদ্বীপে বিজেপির ক্যাম্প অফিসে ‘হামলা’, আহত বহু

বোমাবাজি আমডাঙ্গা, চোপড়াতেও।

Bengal Polls: TMC-BJP clash in Nabadwip a night before elections | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 22, 2021 7:29 am
  • Updated:April 22, 2021 7:29 am

বিপ্লব চন্দ্র দত্ত, কৃষ্ণনগর: রাজ্যের ষষ্ট দফার ভোটের আগের রাতেই বিভিন্ন প্রান্ত থেকে উত্তেজনার খবর। নদিয়ার নবদ্বীপে (Nabadwip) ক্যাম্প অফিস তৈরি করতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা। হামলার অভিযোগ তৃণমূলের দিকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে আমডাঙায় রাতভর তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রের দাবি, বুধবার রাতে নবদ্বীপ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানির চরা এলাকায় নিজেদের দলীয় কার্যালয়ের কাছেই ক্যাম্প অফিস তৈরি করছিলেন বিজেপি (BJP) কর্মীরা। সেসময় প্রায় দেড়শো জন তৃণমূলকর্মী তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ। সংঘর্ষে গেরুয়া শিবিরের বেশ কয়েকজন কর্মী জখম হন। বিজেপির দাবি, তাঁদের অন্তত ২০ জন কর্মী জখম হয়েছেন। এঁদের মধ্যে ৩ জনকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করতে হয়েছে। আশঙ্কাজনক একজন। যদিও, এই হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

Advertisement

[আরও পড়ুন: খড়দহে ‘আক্রান্ত’ বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হল বোমা]

শুধু নবদ্বীপ নয়, ভোটের আগের রাতে রাজ্যের একাধিক জায়গা থেকেই অশান্তির খবর এসেছে। উত্তর ২৪ পরগনার আমডাঙায় (Amdanga) রাতভর বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের (TMC) অভিযোগ, আমডাঙায় ৮১ এবং ৮২ নম্বর বুথে রাতভর বোমাবাজি করেছে বহিরাগত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, আজ সকালে আমডাঙার রাহানা অঞ্চলে তাজা বোমাও উদ্ধার হয়েছে। উত্তর ২৪ পরগনার চোপড়াতেও রাতভর বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যথারীতি শাসক দল সেই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

[আরও পড়ুন: ‘কানার থেকে ঝাপসা ভালো’, দুর্নীতিতে অভিযুক্ত হলেও তৃণমূলের পাশে থাকার আরজি নচিকেতার]

এদিকে ভোটের দিন সকাল থেকে উত্তর দমদমের একাধিক কেন্দ্র থেকে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। একাধিক বুথে বিজেপি এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ৭৬, ৭৭ নম্বর বুথে এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পালটা পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছে তৃণমূল। সার্বিকভাবে ষষ্ট দফার ভোটের সকাল থেকেই চাপা উত্তেজনার পরিস্থিতি রাজ্যজুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ