Advertisement
Advertisement
Poush mela

‘ভুল ব্যাখ্যা দিয়ে পৌষমেলা বন্ধ করেন বিদ্যুৎ’, বিস্ফোরক পরিবেশবিদ সুভাষ দত্ত

ঐতিহ্যবাহী পৌষমেলা ফেরানোর আর্জি জানিয়ে নয়া উপাচার্যকে চিঠি পরিবেশবিদের।

'Bidyut Chakrabarty stopped Poush mela with wrong explanation', explodes environmentalist Subhash Dutta । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 17, 2023 7:55 pm
  • Updated:November 17, 2023 7:55 pm

দেব গোস্বামী, বোলপুর: বিশ্বভারতীর সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন পরিবেশবিদ সুভাষ দত্ত। ভুল ব্যাখ্যা দিয়ে তিনি পৌষমেলা বন্ধ করেন বলেই দাবি তাঁর। সুভাষবাবুর আর্জি,  প্রান্তিক মানুষদের কথা ভেবে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলার আয়োজন হোক পূর্বপল্লির মাঠেই। শুক্রবার বিশ্বভারতীর ভারপ্রাপ্ত নয়া উপাচার্যকে সশরীরে দপ্তরে গিয়ে চিঠি দেন। শান্তিনিকেতন ট্রাস্টকে মেলার আয়োজনে ১০ হাজার টাকা অনুদানও দেন। 

শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষমেলার পক্ষে সওয়াল করে বোলপুরের বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি বলেন,”পরিবেশ আদালত কোনদিনই বলেনি মেলা বন্ধ করতে। প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ ভুল ব্যাখ্যা করে মেলা বন্ধ করে দিয়েছিলেন। তিনি উপাচার্য থাকাকালীন ২০১৯ সালের শেষবার পূর্বপল্লির মাঠে হয়েছিল পৌষমেলা। আর পৌষমেলায় দূষণের অভিযোগে ২০১৬ সালে মামলা হয়েছিল পরিবেশ আদালতে। একতরফাভাবে মেলা বন্ধ করে জাতীয় পরিবেশ আদালত এবং পরিবেশ কর্মীদের উপর দোষ চাপিয়েছিলেন তিনি।” 

Advertisement

তিনি আরও বলেন, “হাজার হাজার রবীন্দ্রপ্রেমী এই মেলার দিকে এখনও তাকিয়ে থাকেন। ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত শান্তিনিকেতনের মেলা। বিশ্ববরেণ্য প্রতিষ্ঠানে আবার স্বমহিমায় ঐতিহ্য ফিরে আসুক এবং পৌষমেলা করা হোক শান্তিনিকেতন ট্রাস্টের তত্ত্বাবধানে পূর্বপল্লির মেলা প্রাঙ্গণে।”

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে নিহতদের পরিবারকে চাকরি, মমতার ঘোষণায় সিলমোহর মন্ত্রিসভার]

উল্লেখ্য, গত ৮ নভেম্বর মেয়াদ শেষ হয়েছে ‘বিতর্কিত’ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। পাঁচ বছর ধরে তাঁর সময়কালে বন্ধ হয়েছে পৌষমেলা, বসন্ত উৎসব থেকে শুরু করে শান্তিনিকেতনের আচার অনুষ্ঠান। প্রাক্তনী থেকে প্রবীণ আশ্রমিকদের সঙ্গেও নানা বিতর্কে জড়িয়েছিলেন তিনি। একাধিক বিতর্কিত বিষয় আজও চর্চায়। এখন ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সঞ্জয় কুমার মল্লিক।

বিদ্যুৎ বিদায়ের পর শান্তিনিকেতনের পৌষমেলা আয়োজন নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুক বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনই দাবি পরিবেশকর্মী সুভাষ দত্তের। সেই আশায় বুক বেঁধেছেন স্থানীয় হস্তশিল্পী থেকে রবীন্দ্র অনুরাগীরাও। পৌষমেলা বিশ্বভারতীর পূর্বপল্লির মাঠে ফিরে আসে কিনা, সেদিকেই নজর রয়েছে পড়ুয়া-প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকদেরও। নয়া ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক অবশ্য স্পষ্টভাবে কিছু বলেননি। তবে পৌষমেলা প্রসঙ্গে ইতিবাচক ইঙ্গিতই দিয়েছেন।

[আরও পড়ুন: ত্রাণ নিয়ে ঢুকতে ‘বাধা’, দলুয়াখাঁকিতে পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস প্রতিনিধি দলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ