Advertisement
Advertisement

Breaking News

Sitalkuchi

তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে চলল গুলি, ব্যাপক চাঞ্চল্য শীতলকুচিতে

তদন্ত শুরু করেছে পুলিশ।

Shoot out at Sitalkuchi, one TMC leader injured
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 17, 2024 10:35 am
  • Updated:May 17, 2024 12:26 pm

বিক্রম রায়, কোচবিহার: এবার শীতলকুচিতে (Sitalkuchi) চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বর্তমানে কোচবিহারের হাসপাতালে চিকিৎসাধীন ওই তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের নাম অনিমেষ রায়। শীতলকুচির লালবাজার পঞ্চায়েতেের প্রধান তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধেয় দলের কাজেই বেরিয়েছিলেন অনিমেষ। ফেরার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন অনিমেষ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে কোচবিহারের হাসপাতালে। চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, পায়ে গুলি লেগেছে ওই পঞ্চায়েত প্রধানের।

Advertisement

[আরও পড়ুন: সংবাদমাধ্যমের আহ্বানে মুখোমুখি বিতর্কে রাজি বাইডেন ও ট্রাম্প, কবে হবে জোড়া বাকযুদ্ধ?]

কিন্তু কেন এই গুলি? ঘটনার নেপথ্যে রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কিছু? তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় ধোঁয়াশায় তৃণমূল ও আক্রান্তের পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। শীঘ্রই প্রকাশ্যে আসবে সমস্ত তথ্য।

Advertisement

[আরও পড়ুন: কবি যখন বন্দুকধারী! স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর উপর হামলাকারীর পরিচয় প্রকাশ্যে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ