Advertisement
Advertisement

Breaking News

Accident

সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে বেপরোয়া বাইকের ধাক্কা, মৃত ২

প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় এই দুর্ঘটনা।

Bike accident kills two on Sampriti flyover । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:February 25, 2024 9:48 am
  • Updated:February 25, 2024 4:11 pm

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। সম্প্রীতি উড়ালপুলে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত যানচলাচল। 

দুর্ঘটনাগ্রস্ত বাইকটিতে রোহন লোহার (২২) এবং আকাশ দে (২৫) নামে দুজন যুবক ছিলেন। রোহন শিবরামপুরের অক্সিটাউন এলাকার বাসিন্দা।  আকাশের বাড়ি তারাতলা রোডের ব্রেসব্রিজ এলাকায়। রবিবার সকালে তারাতলা থেকে বজবজের দিকে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ওই বাইক আরোহীদের মাথায় ছিল না হেলমেট। বেপরোয়া গতিতে তাঁরা বাইক যাচ্ছিলেন বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। বাইক আরোহীরা সম্প্রীতি উড়ালপুলের গার্ডরেলে গিয়ে ধাক্কা মারেন। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন দুজনে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

Advertisement

[আরও পড়ুন: কবে কার্যকর হবে নয়া দণ্ডসংহিতা আইন? লোকসভার আগে বড়সড় ঘোষণা কেন্দ্রের]

তাঁদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে তাঁদের। ওই যুবকদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, এই দুর্ঘটনার জেরে সম্প্রীতি উড়ালপুলে যানজট তৈরি হয়। একে সাতসকাল আবার তার উপর রবিবার হওয়ায় গাড়ির চাপ কম থাকায় যানজট কিছুটা কম হয়। তবে কিছুক্ষণের মধ্যে যানচলাচল স্বাভাবিক হয়।

Advertisement

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ