Advertisement
Advertisement

Breaking News

Birbhum

‘মেরে তৃণমূল চামচাদের হাত পা ভেঙে দেবেন’, উসকানি বিজেপি নেতার

অভিযুক্ত বিজেপি নেতা ব্যালট বাক্স ভেঙে ফেলা থেকে জলে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ।

Birbhum BJP leader allegedly provokes party worker to attack on TMC

বিজেপি নেতা কাঞ্চন ঘোষ। ছবি: সুশান্ত পাল।

Published by: Paramita Paul
  • Posted:May 4, 2024 8:04 pm
  • Updated:May 4, 2024 8:25 pm

নন্দন দত্ত, সিউড়ি: ফের তৃণমূল কর্মীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা। যা ঘিরে বীরভূম জেলার ময়ূরেশ্বরে চাঞ্চল্য ছড়াল শনিবার বিকেলে।

বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে এদিন ময়ূরেশ্বরে ১৫৫- ১৫৬ বুথে প্রচার চালাচ্ছিল বিজেপি। ওই ওয়ার্ডের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ জনসভা থেকে প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হাত-পা ভাঙার উসকানি দিলেন এলাকার মা-বোনেদের। তাঁর অভিযোগ, আবাস যোজনার নামে তৃণমূল কর্মীরা বাড়ি-বাড়ি গিয়ে ছবি তুলে জিও ট্যাগ করছে। ভোটের পর রাজ্য সরকারের ঘোষিত দেড় লক্ষ টাকা দেওয়া হবে। কাঞ্চন ঘোষের দাবি, “এটা ভাঁওতা। তৃণমূলের চামচারা বাড়িতে গিয়ে আবাসের কথা বললে স্ট্যাম্প পেপারে সেটা লিখে সই করিয়ে রাখুন। ভোটের পরে না দিলে মেরে হাত পা ভেঙে দেবেন।”

Advertisement

[আরও পড়ুন: ন’ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নাই, কলকাতা-হাওড়া স্টেশনে বিক্ষোভ]

উল্লেখ্য, ময়ূরেশ্বরে তৃণমূল নেতা জটিল মণ্ডল বিজেপি কর্মীদের ভোট করতে বাড়ির বাইরে বেরতে না দেওয়ার হুমকি দেন। তৃণমূলের সেই হুমকির পরে এদিন বিজেপিও একই পথে হাঁটল। যে নেতা হুমকি দিলেন যুব মোর্চার সেই কাঞ্চন ঘোষ গত পঞ্চায়েত নির্বাচনে তাঁর কেন্দ্রে ব্যালট বাক্স ভোটকেন্দ্রের বাইরে এনে সেটি ভেঙে ফেলা থেকে জলে ফেলে দেওয়ায় অভিযুক্ত। তার জেরে ৪৬ দিন এলাকা ছাড়া ছিলেন। ভোটের মুখে ফের হুমকি দেওয়ায় এলাকার ভোটাররা শান্তিতে ভোট দিতে পারবেন কিনা সে নিয়ে চিন্তিত।

Advertisement

[আরও পড়ুন: ‘দুঃখ’ মিটল কি? ডেরেকের বাড়িতে বৈঠক শেষে কী বললেন কুণাল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ