নন্দন দত্ত, সিউড়ি: নলহাটির পর এবার মুরারই। এক সপ্তাহের ব্যবধানে ফের বিস্ফোরক উদ্ধার বীরভূমে। মঙ্গলবার রাতে যৌথ অভিযানে বনরামপুর গ্রামের একটি বাড়ি থেকে ২৭ হাজার ডেটোনেটর, ৬ হাজার জিলোটিন স্টিক উদ্ধার করল নলহাটি ও মুরারই থানার পুলিশ। গ্রেপ্তার ৩।
[বীরভূমের নলহাটিতে উদ্ধার প্রচুর বিস্ফোরক, গ্রেপ্তার ১]
নলহাটির বাহাদুরপুর গ্রামে নিজের বাড়িতেই প্রচুর বিস্ফোর মজুত করে রেখেছিল আঙুর শেখ নামে এক ব্যক্তি। ২৯ মে তাঁকে বমাল ধরে পেলে নলহাটির থানার পুলিশ। তাঁর কাছ থেকে ৫০ হাজার ডিটোনেটর, ১১ হাজার জিলোটিক স্টিক ও অ্যামোনিয়া নাইট্রেট উদ্ধার হয়। আঙুর শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আটক করা হয় আরও একজনকে। জানা গিয়েছে, এই আঙুর শেখকে জেরা করেই মুরারই থানার পুলিশ জানতে পারে, স্থানীয় বনরামপুর গ্রামে কবিরুল শেখের বাড়িতেও প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করা হয়েছে। মঙ্গলবার রাতে একযোগে কবিরুলের বাড়িতে হানা দেয় নলহাটি ও মুরারই থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় ২৭ হাজার ডেটোনেটর, ৬ হাজার জিলোটিন স্টিক। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাথর খাদানে ব্যবহারের জন্য বাড়িতে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল কবিরুল। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। গত মাসেই ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের গোঁসাইপুরের একটি পাথর খাদানে বিস্ফোরণ ঘটে। মারা যান কমপক্ষে তিনজন।
[রোজা ভেঙে রক্তদান, বনগাঁয় মানবিকতার নজির মুসলিম যুবকদের]