হাসপাতালের সামনে অপেক্ষায় পরিবার। নিজস্ব চিত্র।
নন্দন দত্ত, সিউড়ি: মদের নেশায় চুর হয়ে অন্যের বাড়িতে ঢুকে পড়ার ‘শাস্তি’! চোর সন্দেহে ‘পিটিয়ে’ মারা হল যুবককে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বীরভূমের (Birbhum) মহম্মদ বাজারের চৌপাট্টা গ্রামে। গণপিটুনির ঘটনায় ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।
মৃতের নাম মাসুম মোল্লা। বয়স ২৫ বছর। মহম্মদ বাজারের ভাঁড়কাটা পঞ্চায়েতের ভাঁড়কাটা গ্রামে। জানা গিয়েছে, গতকাল রাতে মদ্যপ অবস্থায় কাজ থেকে ফিরছিলেন মাসুম। নিজের বাড়ির বদলে পাশের গণপুর পঞ্চায়েতের চৌপাট্টা গ্রামে একজনের বাড়িতে ঢুকে পড়েন তিনি। বাড়ির বাসিন্দারা চোর সন্দেহে চিৎকার করে উঠতেই প্রতিবেশীরা জড়ো হয়ে মাসুমের উপর চড়াও হয়। চলে এলোপাথাড়ি চর-কিল-ঘুষি। মারের চোটে জ্ঞান হারান মাসুম। বাড়ির সামনেই আজ, বুধবার ভোর চারটে পর্যন্ত পড়েছিলেন তিনি। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুমের।
এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর যায় থানায়। লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের কাকা বদরুল মোল্লা। তাঁর কথায়, “আমার ভাইপো রাতে নেশা করে কাজ থেকে ফিরছিল। সেই সময় পাশের চৌপাট্টা গ্রামে একজনের বাড়িতে ঢুকে পড়ে। সেখানেই চোর সন্দেহে মারধর করে মেরে ফেলা হয় তাঁকে। খুব খারাপ ঘটনা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। দোষীদের চরম শাস্তি দাবি করছি।” এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামেই উত্তেজনা রয়েছে। পুলিশি প্রহরা রয়েছে এলাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.