Advertisement
Advertisement

খয়রাশোলে ফের গুলিবিদ্ধ শাসকদলের ব্লক সভাপতি

শাসকদলের নেতাকে ধারালো অস্ত্রের কোপ৷

Birbhum: TMC leader shoot at Khoyrasol

ফাইল ছবি

Published by: Tanumoy Ghosal
  • Posted:October 21, 2018 5:18 pm
  • Updated:October 22, 2018 2:36 pm

নন্দন দত্ত, সিউড়ি: মাত্র কয়েক মাসের ব্যবধান৷ বীরভূমের খয়রাশোলে ফের গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপক ঘোষ৷ রবিবার ভরদুপুরে হিংলোর নদীর চরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কতীরা৷ অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কোপও মারা হয় শাসকদলের নেতাকে৷ আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি দীপক ঘোষ৷ তবে এই ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূলের বীরভূমের জেলা নেতৃত্ব৷

[নির্ভয়াকাণ্ডের ছায়া রাজ্যে, গণধর্ষণের পর গৃহবধূর যৌনাঙ্গে ঢোকানো হল রড]

Advertisement

বীরভূমের খয়রাশোলে দীপক ঘোষ শাসকদলের দাপুটে নেতা হিসেবে পরিচিত৷ তিনি তৃণমূলের ব্লক সভাপতিও বটে৷ খয়রাশোলেই থাকেন দীপকবাবু৷ তবে তাঁর পৈত্রিক বাড়ি খয়রাশোল ব্লকের কেন্দ্রঘোরিয়া গ্রামে৷ রবিবার দুপুরে বাইকে চেপে গ্রামের বাড়ি থেকে খয়রাশোলে ফিরছিলেন শাসকদলের নেতা দীপক ঘোষ৷ আসার পথে, হিংলো নদীর চরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীপকবাবুর চোয়ালে ও কোমরে গুলি লাগে৷ বাইকে থেকে পড়ে যান তিনি৷ এরপরই শাসকদলের ওই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মেরে চম্পট দেয় দুষ্কৃতীরা৷ দীপক ঘোষকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ পরে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে৷ দীপক ঘোষের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷

Advertisement

কয়েক মাসে আগেও দীপকবাবুর উপর হামলা হয়েছিল৷ খয়রাশোলে তৃণমূল পার্টি অফিসে থেকে বাড়ি ফেরার পথে, তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা৷ সেবার চোখ ও চোয়ালের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায়৷ কোনওমতে প্রাণে বেঁচে যান শাসকদলের নেতা দীপক ঘোষ৷ কিন্তু, কারা বারবার হামলা চালাচ্ছে? এনিয়ে মুখে কুলুপ এঁটেছেন শাসকদলের বীরভূম জেলা নেতৃত্ব৷ তাদের বক্তব্য, পরিকল্পনামাফিক দীপক ঘোষের উপর হামলার চালানো হয়েছে৷ আগে থেকে হিংলো নদীর চরে ওত পেতে বসেছিল চারজন দুষ্কৃতী৷

[ ৭০০ জন বৃদ্ধার পায়ে হাত দিয়ে প্রণাম করে বিজয়া সারলেন বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ