Advertisement
Advertisement

Breaking News

BJP candidate's obscene picture

WB Civic Polls 2022: বিজেপি প্রার্থী স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিয়ে কুরুচিকর পোস্টার, দাঁইহাটে শোরগোল

পুলিশের দ্বারস্থ ওই দম্পতি।

BJP candidate's obscene picture viral in Dainhat । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 9, 2022 3:15 pm
  • Updated:February 9, 2022 4:10 pm

ধীমান রায়, কাটোয়া: পূর্ব বর্ধমানের দাঁইহাট পুরসভায় (Dainhat Municipality) এবারের পুরভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী ও স্ত্রী। দু’টি পৃথক ওয়ার্ডের প্রার্থী তাঁরা। মনোনয়ন পর্ব এখনও শেষ হয়নি। আর তার আগেই ওই বিজেপি নেত্রী ও তাঁর স্বামীর ঘনিষ্ঠ মুহূর্তের খোলামেলা ছবি দিয়ে দাঁইহাট বাজারে একাধিক জায়গায় পোস্টার পড়েছে। এই ঘটনা ঘিরে জোর শোরগোল। পুলিশের দ্বারস্থ ওই দম্পতি। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে তৃণমূলই এই কাজ করেছে। যদিও ঘটনার দায় স্বীকার করতে নারাজ শাসকদল।

বিজেপির রাজ্য নেতৃত্ব পুর নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে সোমবার। দাঁইহাট পুরসভায় বিজেপির প্রার্থীরা মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দেন। দাঁইহাটের ৫ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হন দলের ওবিসি মোর্চার রাজ্য সম্পাদিকা বিনীতা বড়াল। তার পাশের ৪ নম্বর ওয়ার্ডে দলের প্রার্থী বিনীতার স্বামী সিদ্ধার্থ বড়াল। মঙ্গলবার দেখা যায়, তাঁদের দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্টারে ছাপিয়ে কার্যত ছয়লাপ দাঁইহাট বাজার এলাকা। সমুদ্র সৈকতে বিনীতার বিকিনি পরা ছবি ও তাঁর স্বামীর খালি গায়ে ছবি ছাপা পোস্টার কেউ বা কারা রাতারাতি সাঁটিয়ে দিয়ে যায়। মঙ্গলবার সকালে তা স্থানীয়দের চোখে পড়ে। শুরু হয় জোর চর্চা। পুরভোটের মুখে এ নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Advertisement
Binita-Baral
দাঁইহাটে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দেওয়া পোস্টার। ছবি: জয়ন্ত দাস।

[আরও পড়ুন: লক্ষ্য গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোর উন্নয়ন, ৯ দপ্তরের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের]

এ নিয়ে বিনীতা বড়াল বলেন, “এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ। স্বামী-স্ত্রী ব্যক্তিগত মুহূর্তের ছবি বিকৃত করে এভাবে পোস্টার দেওয়া জঘন্য কাজ। পুলিশকে জানিয়েছি৷” দাঁইহাট শহরের তৃণমূল নেতা তথা প্রার্থী শিশির কুমার মণ্ডল বলেন, “এসব কাজের সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নন। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হতে পারে। অহেতুক আমাদের নাম জড়ানো হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখুক।”

Advertisement

এদিকে, মনোনয়ন জমা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তুলকালাম লেগেই রয়েছে। কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূল। বীরভূমেও উঠেছে একই অভিযোগ। বোলপুরে বিজেপি প্রার্থীকে আটকে রাখার অভিযোগ। টুইটে এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।  

[আরও পড়ুন: স্ত্রীর কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যুবক! ভিডিও দেখে শিউরে উঠল বিশ্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ