Advertisement
Advertisement
BJP

রাম-বাম জোট তত্ত্বে সিলমোহর! একাধিক জেলায় জোট বেঁধে পঞ্চায়েত গঠন বাম-কংগ্রেস-বিজেপির

এই জোটের স্বপক্ষে কী যুক্তি বাম-বিজেপির?

BJP-CPM formed panchayat board jointly in nadia | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 8, 2023 8:10 pm
  • Updated:August 8, 2023 8:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ব্যুরো: শাসকদলের তরফে বারবার দাবি করা হচ্ছে বামের সঙ্গে আঁতাত রয়েছে রাম অর্থাৎ বিজেপির। সেই দাবিতে সিলমোহর দিচ্ছে দুই দলই। রাজ্যে একাধিক জায়গায় জোট বেঁধে পঞ্চায়েত গঠন করছে বাম-বিজেপি। সেই তালিকায় রয়েছে কৃ্ষ্ণনগর ও মুর্শিদাবাদের দুটি পঞ্চায়েত।

নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা ২২টি। গত নির্বাচনে ২২ টির মধ্যে ১৩ টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। সিপিএম পায় ২টি আসন ও বিজেপি জয়লাভ করে ৭ টি আসনে। ভোটের পর তৃণমূলের ১ জন জয়ী প্রার্থীর মৃত্যু হলে শাসকদলের আসন সংখ্যা দাঁড়ায় ১২ টিতে। রুইপুকুর পঞ্চায়েত বোর্ড গঠনের জন্য পঞ্চায়েত প্রধানের দায়িত্বে তৃণমূলের পছন্দের সদস্যকে মেনে নিতে না পেরে তৃণমূলেরই জয়ী প্রার্থীদের মধ্যে ২ জন বিরোধিতা করে। বোর্ড গঠনের সময় বিজেপির সঙ্গে হাত মেলায় তারা। যার ফলে প্রথমদিকে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও পরবর্তীতে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ১০ টিতে। ফলে সিপি (আই)এমের দুজন জয়ী প্রার্থী ও তৃণমূলের বিক্ষুব্ধ দুই প্রার্থীর সমর্থনে মঙ্গলবার রুইপুকুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: দল সরেছে মার্কসবাদের আদর্শ থেকে! অভিমানে সিপিএমের বহু কর্মীও SUCI’র ব্রিগেডে]

প্রধান হলেন তৃণমূলের জয়ী প্রার্থী অনুপ বিশ্বাস। পাশাপাশি উপপ্রধানের দায়িত্ব পান বিজেপির জয়ী প্রার্থী সুপ্রিয়া মণ্ডল। এ প্রসঙ্গে সিপিআইএমের জয়ী প্রার্থী ইসরাফিল শেখ জানান, স্বচ্ছ পঞ্চায়েত বোর্ড গঠন করতেই আমরা একজোট হয়ে পঞ্চায়েত বোর্ড টি গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড গঠনকে কেন্দ্র করে যেকোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এই দিন সকাল থেকেই রুইপুকুর গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে ছিল করা পুলিশী প্রহরা। তবে বোর্ড গঠনকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। এদিকে সুতি ২ নম্বর ব্লকের মহেশাইল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একজোট হয়ে বোর্ড গঠন করেছে সমস্ত বিরোধী দল।

Advertisement

[আরও পড়ুন: উচ্ছেদের নোটিসে স্থগিতাদেশ, জমি বিতর্কে সিউড়ি আদালতের নির্দেশে সাময়িক স্বস্তিতে অমর্ত্য সেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ