Advertisement
Advertisement

Breaking News

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা

চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা, প্রাণনাশের হুমকি, কাঠগড়ায় বিজেপি নেতা

বিশেষভাবে সক্ষম ওই যুবক ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন।

BJP fraud money Maldah Job West Bengal Maldah
Published by: Sayani Sen
  • Posted:September 5, 2020 12:44 pm
  • Updated:September 5, 2020 12:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা। বিশেষ ক্ষমতাসম্পন্ন এক যুবকের কাছ থেকে এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি (BJP) যুব মোর্চার এক নেতার বিরুদ্ধে। চাকরি তো দূর, টাকাও ফেরত না পাওয়ায় বাধ্য হয়ে মালদহের ইংরেজবাজার থানার দ্বারস্থ ওই যুবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কালিয়াচকের লালুটোলা এলাকার বাসিন্দা হারাধন দাস। উচ্চশিক্ষত এবং বিশেষ ক্ষমতাসম্পন্ন ওই যুবকের শংসাপত্রও রয়েছে। তবে তা সত্ত্বে চাকরি পাননি তিনি। একদিন নিমসরাই এলাকার এক বিজেপি নেতা তাঁকে চাকরি দেওয়ার আশ্বাস দেন। অভিযোগ, গনিখান চৌধুরি কারিগরি বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রস্তাব দেন বিজেপি নেতা। তবে তার বিনিময়ে তাঁকে ২ লক্ষ টাকা দিতে হবে বলেও দাবি জানান গেরুয়া শিবিরের ওই নেতা। তবে একসঙ্গে এত টাকা বিজেপি নেতাকে দেওয়ার ক্ষমতা নেই বলেই জানিয়ে দেন ওই যুবক। তবে বিজেপি নেতা প্রস্তাব দেন চাইলে কিস্তিতে ওই টাকা দিতে পারেন তিনি। সেই অনুযায়ী মাসখানেক আগে দু’দফায় পঞ্চাশ হাজার টাকা করে ১ লক্ষ টাকা বিজেপি নেতাকে দেন তিনি। চাকরি পাওয়ার পর বাকি টাকা দেবেন বলেও জানান। তবে মাসখানেক কেটে গেলেও চাকরি দেওয়া হয়নি তাঁকে। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ফাঁদ পেতে হরিণ শিকার, ১৩ কেজি মাংস-সহ মইপীঠ থেকে গ্রেপ্তার চোরাশিকারি]

তাই সুবিচারের আশায় মালদহের (Maldah) ইংরেজবাজার থানার দ্বারস্থ হন তিনি। তবে ওই যুবকের দাবি, পুলিশের তাঁর অভিযোগ নিতে টালবাহানা করে। তাই বাধ্য হয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি। তারপরই নেওয়া হয় লিখিত অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ব্লাডব্যাংক শূন্য, গভীর রাতে রোগীর জন্য রক্তের খোঁজে বারুইপুর ছুটলেন ক্যানিং হাসপাতালের সুপার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ