সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে বিভিন্ন জায়গায় শাসকদলের কর্মীদের আক্রমণের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। বাদ যাননি স্বয়ং মুখ্যমন্ত্রীও। তাঁর কনভয়ের সামনেও ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলাকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। গ্রেপ্তারও হতে হয়েছে বেশ কয়েকজনকে। এবার ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে ঘোলা চত্বরে তৃণমূল কর্মীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
[আরও পড়ুন: ফের উত্তপ্ত খেজুরি, বিরোধীদের বাধার মুখে তৃণমূল বিধায়ক]
ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার ঘোলা। জানা গিয়েছে, শনিবার ওই এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে হানা দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে ওই তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা। তৃণমূল কর্মীর স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগও ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। গোটা ঘটনাটি জানিয়ে ওইদিনই ঘোলা থানার দ্বারস্থ হন আক্রান্ত তৃণমূল কর্মী।
[আরও পড়ুন: ফের ছেলেধরা সন্দেহে গণপিটুনি, আউশগ্রামে মৃত মানসিক ভারসাম্যহীন যুবক]
তাঁর অভিযোগের ভিত্তিতে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। কিছুক্ষণ পর ছাড়াও পেয়ে যায় অভিযুক্ত। অভিযোগ, এরপরই ফের ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। ফের ভাঙচুর চালানো হয় ওই তৃণমূল কর্মীর বাড়িতে। এরপরই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলের নেতা-কর্মীরা। বারাসত রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তাঁরা। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় পরিস্থিতি। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, ভোটের ফলপ্রকাশের পর থেকেই তাঁদের উপর অত্যাচার চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও শাসকদলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাঁদের অভিযোগ, তৃণমূল বুঝে গিয়েছে রাজ্যে তাঁদের পরিস্থিতি ভাল নয়, সেই কারণেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার করছে শাসকদল। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।