সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: কালীপুজো দেখতে বেরিয়ে ম্যানহোলে পড়ে গেলেন বিজেপি নেতা! মঙ্গলবার রাতে কেলেঙ্কারি কাণ্ডটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডের একটি সিনেমা হলের সামনে। সেখানেই এবছর একটি বিগ বাজেটের কালীপুজো দেখতে গিয়েছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির ১৯ নম্বর ওয়ার্ডের সভাপতি রথীন মজুমদার। ঘটনায় পুরনিগমের উদাসীনতা ও কাজ না করার মানসিকতার দিকেই আঙুল তুলেছে বিজেপি এমনকী তৃণমূলও। যদিও পুরনিগমের তরফে এটিকে বিক্ষিপ্ত ঘটনা বলে দাবি করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বুধবার সকালে বিরোধী দলনেতা রঞ্জন সরকার এবং ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যজিৎ অধিকারী গিয়ে সেটিকে সিমেন্টের ঢাকনা দিয়ে ঢেকে দেন।
শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা তথা দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জনবাবু দাবি করেন, “এটা পুরনিগমের সরাসরি দেখার কথা। অথচ পুর পরিষেবার দিকে মনোযোগ নেই মেয়র ও পারিষদদের। তাঁরা বাইরে ছুটি কাটাচ্ছেন। ওই ঘটনায় যিনি পড়ে গিয়েছেন, তাঁর বড় কোনও ক্ষতি হতে পারত। তাই পুরনিগমের ভরসা না করে আমরাই বন্দোবস্ত করে দিলাম।” অন্যদিকে বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতি অভিজিৎ রায়চৌধুরি এদিন নার্সিংহোমে রথীনবাবুকে দেখতে যান। অভিজিৎবাবু বলেন, “আমরা বারবারই বলছি। এই পুরনিগমের কাজকর্মে কোনও মন নেই। মেয়রের সমস্ত রকম ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। ছোটখাটো পুর পরিষেবাও মিলছে না। পাশাপাশি ওই ওয়ার্ডের কাউন্সিলরও সমানভাবে দায়ী।
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর পোস্ট, গ্রেপ্তার সিঙ্গুরের যুবক]
অন্যদিকে পুরনিগমের ডেপুটি মেয়র রামভজন মাহাতো বলেন, “এ সমস্ত সমস্যা ওয়ার্ড কাউন্সিলরকেই দেখতে হয়। তিনি যে কোনও কাজ পুরনিগমে পাশ করিয়ে নিলেই তার সুরাহা হয়। মেয়র বা পারিষদদের পক্ষে প্রতিটি ওয়ার্ডের খুঁটিনাটি ঘটনা দেখা সম্ভব নয়। বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার রাতে বিজেপি দলের উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন মজুমদার-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা প্রতিমা দর্শনে বেড়িয়েছিলেন। সেই সময় ফুটপাথ দিয়ে যাওয়ার সময় একটি পড়ে থাকা প্লাইবোর্ডের উপর পা দেন বিজেপি নেতা। সেটি আসলে একটি ম্যানহোল ছিল। ঢাকা দেওয়া থাকায় তা বোঝা যায়নি। দলের তরফে অভিযোগ, ওই জায়গায় কোনও স্ট্রিট লাইট ছিল না। পাশাপাশি ম্যানহোল ঢাকা দেওয়ার কারণ কী? তদন্ত চাইছেন তারা।
কার্টুন: সুযোগ বন্দ্যোপাধ্যায়