Advertisement
Advertisement
BJP not invited in convocation of Sidho-Kanho-Birsha University, speaks to WB Governor

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ‘ব্রাত্য’ BJP, রাজ্যপালের কাছে নালিশ

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জেলাশাসকের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন বলে বিজেপি সূত্রে খবর।

BJP not invited in convocation of Sidho-Kanho-Birsha University, speaks to WB Governor । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2023 1:51 pm
  • Updated:May 23, 2023 4:54 pm

সুমিত বিশ্বাস: সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে ‘ব্রাত্য’ বিজেপির সাংসদ, বিধায়করা। এই অভিযোগে রাজ্যপালের কাছে ক্ষোভ উগরে দিলেন তাঁরা। মঙ্গলবার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে রাজ্যপাল পুরুলিয়া সার্কিট হাউসে আসেন। সেখানে বিজেপি বিধায়ক, সাংসদের সঙ্গে দেখা করেন। সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠকও হয় একপ্রস্থ।

সেই বৈঠকেই বিধায়ক, সাংসদরা অভিযোগ করেন, এই ধরনের অনুষ্ঠানে বিধায়ক এবং সাংসদদের ডাকা উচিত। কিন্তু এ রাজ্যে শিষ্টাচার নেই। স্বাভাবিকভাবে ওই বিশ্ববিদ্যালয় বিজেপি সাংসদ ও বিধায়কদেরকে সমাবর্তনে ডাকেনি। কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার অভিযোগ করেন, “শাসকদলের তিন বিধায়ক, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি, পুরপ্রধানকে ডাকা হয়েছে। বিজেপি বিধায়ক, সাংসদদেরকে ডাকা হয়নি।” 

Advertisement

[আরও পড়ুন: জামাইদের জন্য সুখবর, জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের]

সুভাষবাবু আরও বলেন, “এই বিষয়টি আমরা রাজ্যপালের কাছে জানিয়েছি। রাজ্যপাল পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।” বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও জেলাশাসকের সঙ্গে কথা বলবেন। যদিও আমন্ত্রণের বিষয়টি তাঁর জানা নেই বলেই জানান মন্ত্রী মলয় ঘটক।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: রাজ্যে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা, তীব্র গরম থেকে বিকেলেই মিলতে পারে রেহাই

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement