Advertisement
Advertisement
Narendra Modi Amit Shah

একুশের ভোটে মেদিনীপুরে পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি, শেষবেলায় প্রচারে মোদি-শাহ ঝড়

নন্দীগ্রামে সভা করতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও।

BJP star campaigne Narendra Modi and Amit Shah will campaign in Mednipur ahead of WB Assembly Polls 2021 | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 22, 2021 3:45 pm
  • Updated:March 22, 2021 3:53 pm

রূপায়ন গঙ্গোপাধ্যায়: একুশের ভোটে মেদিনীপুরে (Medinipur) তৃণমূলের প্রেস্টিজ ফাইট। আর তৃণমূলের গড়ে রাজ্যের শাসকদলকে ধরাশায়ী করতে মরিয়া গেরুয়া শিবিরও। তাই দুই মেদিনীপুরে শেষ বেলায় প্রচারে মোদি-শাহ ঝড়ের ইঙ্গিত।

মঙ্গলবার ফের মেদিনীপুরে ভোট প্রচারে ঝড় তুলতে যাচ্ছেন অমিত শাহ। সোমবার অসমে সারাদিন ভোট প্রচার করবেন। রাতে ফের কলকাতায় আসার কথা তাঁর। আগামিকাল মেদিনীপুরে কেরানীটোলা, বড়তলা ও গোলকুয়া চকে শাহর রোড-শো রয়েছে। আবার একইদিনে ঘাটালে সভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিধানসভা আসনগুলিতে লোকসভার সাফল্য ধরে রাখাই লক্ষ্য। 

Advertisement

[আরও পড়ুন : মোদির সভায় থাকবেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী, বাবা-দাদার পথে হেঁটে বিজেপিতে যোগ?]

মঙ্গলবার মেদিনীপুরে শাহর রোড-শোর পর ২৪ মার্চ, কাঁথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে। তারপর ২৫ মার্চ নন্দীগ্রামে সভা করতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আবার শুভেন্দু অধিকারীর সমর্থনে শেষ বেলার প্রচারে ২৭ মার্চ নন্দীগ্রামে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। রবিবারই কলকাতায় দলের ইস্তাহার প্রকাশ করেছেন শাহ। তার আগে এগরাতে একটি জনসভাও করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যে জনসভায় উপস্থিত হন তৃণমূল সাংসদ শিশির অধিকারী। এগরায় অমিত শাহর সভা মঞ্চে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে প্রবেশ করেন শিশিরবাবু।

Advertisement

উল্লেখ্য, রাজ্যজুড়ে তাবড় তাবড় কেন্দ্রীয় নেতারা প্রচারে আসছেন। জেলার বিভিন্নপ্রান্তে প্রচারের রথ ছোটাচ্ছেন তাঁরা। কিন্তু তাঁদের সভাতে জনসমর্থন নিয়ে বারবার বিড়ম্বনায় পড়ছে গেরুয়া শিবির। তবে হেভিওয়েট তারকা প্রচারকদের মধ্যে মোদি-শাহেই ভরসা রাখছেন দলীয় কর্মীরা। আর তাই মেদিনীপুরে তৃণমূলকে ধরাশায়ী করতে সেই জোড়ফলায় ভরসা রাখছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রসঙ্গত, ২৪ তারিখের কাঁথির জনসভায় মোদির সভামঞ্চে হাজির থাকবেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ দিব্যেন্দু অধিকারী। যা নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। 

[আরও পড়ুন : ভোটের মুখে বড় স্বস্তি, বীরভূমে তিন CPM সমর্থকের হত্যামামলায় জামিন পেলেন মুকুল রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ