Advertisement
Advertisement

Breaking News

FIR againt CM Mamata Banerjee

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানি! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে FIR করলেন দিলীপ ঘোষ

অভিযোগপত্রের কপি পাঠানো হল রাজ্যপালের কাছেও।

BJP state president Dilip Ghosh lodges FIR againt CM Mamata Banerjee| Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:May 17, 2021 2:02 pm
  • Updated:May 17, 2021 2:36 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: নারদ কাণ্ডে সকাল থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। গ্রেপ্তার হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ও এক বিধায়ক। এই পরিস্থিতিতে সোমবার মেদিনীপুরে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল। FIR করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছিলেন মমতা। এমনকী, তৃণমূল সুপ্রিমোর ‘বহিরাগত’ মন্তব্যও সাধারণ বাঙালিদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে বলে দাবি দিলীপ ঘোষের। 

এদিন মেদিনীপুরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ ঘোষ। পাশাপাশি সেই অভিযোগপত্র রাজ্যপাল জগদীপ ধনকড়,  মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী, রাজ্য পুলিশের ডিজিপি বীরেন্দ্রকে পাঠানো হয়েছে। এমনকী, জাতীয় মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশনেও এই অভিযোগপত্র পাঠানো হয়েছে বলে খবর।  

Advertisement

[আরও পড়ুন: সবাই কেন গ্রেপ্তার নয়? প্রশ্ন তুলেও নারদ কাণ্ডে মুকুলকে নিয়ে চুপ ম্যাথু]

Advertisement

কোতোয়ালি থানায় দায়ের করা অভিযোগে দিলীপ জানিয়েছেন, “ভোটের আগে একাধিক প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক মন্তব্য করেছেন মমতা। মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছিলেন। এধরনের একাধিক উসকানি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।” তাঁর এ ধরনের একাধিক মন্তব্যের ভিডিও ফুটেজ পাবলিক ডোমেনে পাওয়া যাবে বলেও দিলীপ ঘোষ FIR-এ জানিয়েছেন। তাঁর আরও অভিযোগ, “নির্বাচনের পরে রাজ্যজুড়ে তাণ্ডব চালাচ্ছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। এর পিছনেও দলীয় নেত্রীর ইন্ধন রয়েছে।” তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগানকে প্ররোচনামূলক বলে দাবি বিজেপি সাংসদের। তাঁর কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সংবিধান মেনে কাজ করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁর বিরুদ্ধে আইনমাফিক ব্যবস্থা হওয়া দরকার।

[আরও পড়ুন: আচমকাই বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেপ্তার! সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ ৪ মন্ত্রী-বিধায়কের পরিবার]

সোমবার সকাল থেকে রাজ্য রাজনীতির ঘটনাপ্রবাহ নতুন মোড় নিয়েছে। নারদ কাণ্ডে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করে সিবিআই। নিজাম প্যালেসে ‘ধরনা’য় মুখ্যমন্ত্রী। পালটা সিবিআইয়ের দপ্তর এবং রাজভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। এর মাঝেই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে এফআইআর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ