Advertisement
Advertisement
BJP

উস্তির পার্টি অফিসে উদ্ধার বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ, ‘রাজনৈতিক খুন’, বলছে পরিবার

৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন বিজেপি কর্মী।

BJP Worker body recovered from party office in Usti

মৃত বিজেপি কর্মী। নিজস্ব চিত্র।

Published by: Paramita Paul
  • Posted:November 9, 2024 9:38 am
  • Updated:November 9, 2024 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলীয় কার্যালয়ের ভিতরে পড়ে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। শুক্রবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের দ্বীপের মোড় বাসস্ট্যান্ডের কাছে পার্টি অফিস থেকে দলীয় দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, এটা রাজনৈতিক খুন। তৃণমূলের দুষ্কৃতীরা ছেলেকে তুলে নিয়ে গিয়ে খুন করে দলীয় কার্যালয়ে দেহটি ফেলে রেখেছিল।

মৃতের নাম পৃথ্বীরাজ নস্কর। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন। পরিবার সূত্রে দাবি, ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন পৃথ্বীরাজ। ছেলে বাড়ি না ফেরায় ৭ তারিখ উস্তি থানায় অভিযোগ দায়ের করে পরিবার। বিজেপির এই কার্যালয়টি পৃথ্বীরাজের বাড়ির এক কিলোমিটারের মধ্যেই। গত চারদিন ধরে তালাবন্ধ ছিল সেটি। যা দেখে পরিবারের সন্দেহ হয়েছিল। 

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, পার্টি অফিসের জানলা দিয়ে পরিবারের লোকজন দেখে ভিতরে একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনই উস্তি থানাকে খবর দিলে পুলিশ এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে। এর পর শুক্রবার তালাবন্ধ দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধার হয়। গতকাল রাতে পুলিশ তালা ভেঙে দলীয় কার্যালয়ে ঢুকে দেখে বিবস্ত্র অবস্থায় দেহটি পড়ে রয়েছে। তাঁর পোশাক পাশেই পড়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। দেহ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতের বাবা অমরেন্দ্রনাথ নস্কর জানিয়েছেন, পৃথ্বীরাজ যেহেতু বিজেপির মথুরাপুর মিডিয়া সেলের কনভেনার এবং দলের সক্রিয় কর্মী  ছিলেন, তাই তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। অভিযোগ, কিছুদিন আগে অভয়াকাণ্ডে প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ায় বাড়িতে এসে হুমকি দিয়েছিল দুষ্কৃতীরা। তাই পরিবারের দাবি পৃথ্বীরাজকে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশও। রহস্যমৃত্যুর নেপথ্য়ে সম্পর্কের টানাপোড়েন চলছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement