Advertisement
Advertisement

Breaking News

ত্রিশূল হাতে রাম নবমীর মিছিল, লকেটের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

বহিরাগতদের নিয়ে মিছিল করেছেন বিজেপি নেত্রী, দাবি পুলিশের।

BJP’s Locket Chatterjee booked for Ram Navami arms rally
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2018 2:58 pm
  • Updated:July 20, 2019 4:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রামপুরহাটে রাম নবমীর মিছিলে ত্রিশূল হাতে হেঁটেছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করল বীরভূম জেলা পুলিশ। পুলিশের অভিযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করে বহিরাগতদের নিয়ে মিছিল করেছেন বিজেপি নেত্রী।

[রামের নামে অস্ত্র মিছিল, কড়া ব্যবস্থা নিচ্ছে রাজ্য প্রশাসন]

Advertisement

এ রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে বিজেপির হাতিয়ার রাম নবমী।যদিও অস্ত্র মিছিলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্ক ছিল প্রশাসনও। অশান্তি ঠেকাতে জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কিন্তু সেসব উপেক্ষা করে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে রাম নবমীর মিছিল করেছে বিজেপি। পুরুলিয়ায় যেমন নাবালকদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হয়েছিল, তেমনই আবার বাঁকুড়ায় রাম নবমীতে তারস্বরে ডিজে বেজেছে। রবিবার রাম নবমী মিছিলে যোগ দিতে বীরভূমের রামপুরহাটে গিয়েছিলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। অশান্তি ঠেকাতে বীরভূমের এই মহকুমা শহরে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু, রামপুরহাটে পৌঁছেই প্রশাসনকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন লকেট। তাঁর টুইট করে তিনি জানান, ‘রাম নবমী পালন করতে রামপুরহাটে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গুণ্ডারা আমাকে এই উৎসবে অংশ নেওয়া থেকে আটকাতে পারবে না। রাম নবমীর মিছিল আটকাতে তৃণমূলের শান্তিবাহিনী ও জেলা পুলিশ আয়োজন কমিটিকে হেনস্তা করছে।’ এরপরই রামপুরহাট শহরে ত্রিশূল হাতে নিয়ে রাম নবমীর মিছিলে যোগ দেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

Advertisement

[রাম নবমীতে অস্ত্রের ঝনঝনানি, সন্ধ্যা নামতেই ডিজের হুঙ্কার]

এই ঘটনায় বিজেপির মহিলা মোর্চার সভানেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল বীরভূম জেলা পুলিশ। পুলিশের অভিযোগ, প্রশাসনিক নিষেধাজ্ঞা তো মানেননি, উলটে রামপুরহাটে বহিরাগতদের নিয়ে মিছিল করেছেন লকেট চট্টোপাধ্যায়। গত বছর খড়গপুরে অস্ত্র হাতে মিছিল করায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ।

 

[রাম নবমীর মিছিলে হিন্দুদের জন্য সরবতের গ্লাস হাতে এগিয়ে এলেন ইয়াসিররা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ