Advertisement
Advertisement
TMC

ঘাটালে CPM এজেন্টের রহস্যমৃত্যু, পাটখেতে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ, নেপথ্যে রাজনীতি?

ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেই দাবি মৃতের দাদার।

Body of a CPM agent of Ghatal found in abandoned place | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 31, 2023 1:47 pm
  • Updated:July 31, 2023 1:48 pm

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: ভোট পর্ব মিটলেও অশান্তি থামছে না। এবার এক সিপিএম প্রার্থীর এজেন্টের ক্ষতবিক্ষত দেহ মিলল পাটখেতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটালে। অভিযোগ, খুন করা হয়েছে ওই যুবককে, যার নেপথ্যে নাকি তৃণমূল। এদিকে শাসকদলের দাবি, ঘটনার সঙ্গে কোনও যোগ নেই তাঁদের দলের।

মৃতের নাম সঞ্জয় করণ। তাঁর বয়স ৪৫ বছর। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের জয়বাগের বাসিন্দা ওই সিপিএম এজেন্ট। তাঁর দাদা জয়বাগ থেকেই পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই দাদারই এজেন্ট ছিলেন তিনি। জানা গিয়েছে, পেশায় গাছ কাটা শ্রমিক ছিলেন সঞ্জয় করণ। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর হদিশ মেলেনি ওই ব্যক্তির। একাধিক জায়গায় খোঁজ নিয়েও কোনও লাভ হয়নি।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নয়, অভিষেকের ঘোষিত কর্মসূচিতে নিষেধাজ্ঞা হাই কোর্টের]

পরে সোমবার সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পাটখেতে উদ্ধার হয় দেহ। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের দাদার দাবি, পরিকল্পনামাফিক তাঁর ভাইকে মদ খাইয়ে খুন করা হয়েছে। তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ ফেলে দেওয়া হয়েছে পাটখেতে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তাঁদের দাবি, মৃত ব্যক্তি রীতিমতো মদ্যপ বলেই এলাকায় পরিচিত। রবিবার রাতেও এক নির্মীয়মাণ বাড়িতে মদের আসরে ছিলেন তিনি। হয়তো সেখানেই কোনও অশান্তির কারণে খুন। যদি ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও নয়, অভিষেকের ঘোষিত কর্মসূচিতে নিষেধাজ্ঞা হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ