Advertisement
Advertisement
Malbazar

প্রেমিকার সঙ্গে দেখা করতে বেরিয়ে বেপাত্তা, ৪দিন পর মিলল কিশোরের পচাগলা দেহ, ঘনাচ্ছে রহস্য

কীভাবে মৃত্যু হল কিশোরের? খুন নাকি অন্য কিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Body of a youth found in Malbazar

প্রতীকী ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:February 11, 2025 8:38 pm
  • Updated:February 11, 2025 8:39 pm  

অরূপ বসাক, মালবাজার: ৭ ফেব্রুয়ারি প্রেমিকার সঙ্গে বেরিয়েছিল কিশোর। চারদিন নিখোঁজ থাকার পর জঙ্গলে মিলল তার পচাগলা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মালবাজারের মহকুমার মেটেলি ব্লকে। কীভাবে মৃত্যু হল কিশোরের? খুন নাকি অন্য কিছু? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম মানুয়েল খেরিয়া। বয়স ১৬ বছর। মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়ার জয়ন্তীর বাসিন্দা সে। সূত্রের খবর, ৭ ফেব্রয়ারি প্রেমিকার সঙ্গে বেরিয়েছিল সে। তারপর আর ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার হদিশ মেলেনি। এরপর কিশোরের পরিবার মেটেলি থানায় লিখিত অভিযোগ করে। পরে মঙ্গলবার দুপুরে খোরিয়া বন্দর সংলগ্ন এলাকার পাশ দিয়ে জ্বালানি সংগ্রহ করতে যাওয়ার সময় দুর্গন্ধ পান স্থানীয়রা। তারাই দেখেন, পড়ে রয়েছে একটি দেহ।

Advertisement

মেটেলি থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে যায়। কিশোরের পরিবার দেহ শনাক্ত করে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠায় মেটেলি থানার পুলিশ। খুন না অন্যকিছু তা জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের দাদা মিনু খেরিয়া এবং মাটিয়ালি গ্রাম পঞ্চায়েতের সদস্য রঞ্জিত রায়ের দাবি, মানুয়েলকে খুন করা হয়েছে। মালবাজার থানার আই সি রোশন প্রদীপ দেশমুখ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement