Advertisement
Advertisement

Breaking News

Bollywood actor Anupam Kher to attend Visva Bharati University's lecture session

বিশ্বভারতীর অনুষ্ঠানে অনুপম খের, কথা বলবেন ‘ব্যর্থতার ক্ষমতা’ নিয়ে

আগামী ১৩ মার্চ বিশ্বভারতীর বক্তৃতামালায় অংশ নেওয়ার কথা তাঁর।

Bollywood actor Anupam Kher to attend Visva Bharati University's lecture session । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 10, 2023 8:33 pm
  • Updated:March 10, 2023 8:34 pm

নন্দন দত্ত, সিউড়ি: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ৫৭ তম বক্তৃতামালায় এবার অংশ নেবেন বলিউড তারকা অনুপম খের। আগামী ১৩ মার্চ, বিকেল সাড়ে চারটেয় বিশ্বভারতীর বক্তৃতামালায় অংশ নেওয়ার কথা তাঁর। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে হাজারও বিতর্কের পর বিশ্বভারতীর অনুষ্ঠানে অনুপম খেরের যোগদান নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধতে পারে বলেই মনে করা হচ্ছে।

বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে হবে অনুষ্ঠান। অনুপম খেরের বক্তৃতার বিষয়বস্ত ‘পাওয়ার অফ ফেলিওর’। যার বাংলা তর্জমা ‘ব্যর্থতার ক্ষমতা’। বলি তারকা সশরীরে বিশ্বভারতীতে আসবেন নাকি ভারচুয়ালি যোগ দেবেন অনুষ্ঠানে, সে বিষয়ে অবশ্য কোনও তথ্য জানা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: থাকছেন এসি ঘরে, খাচ্ছেন বার্গার! ইডি হেফাজতেও ‘জামাই আদর’ অনুব্রতকে]

বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য হওয়ার পর লেকচার সিরিজ বা বক্তৃতামালার সূচনা করেন। এখনও পর্যন্ত মোট ৫৬টি বক্তৃতামালা অনুষ্ঠিত হয়েছে। করোনাকালে বছরদুয়েক বক্তৃতামালা বন্ধ ছিল। এবার ৫৭ তম। প্রথম থেকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। আশ্রমিকদের একাংশের দাবি, এই বক্তৃতামালা আদতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কেন্দ্রীয় সরকারের স্বপক্ষে যুক্তি খাড়া করা যাবে, এমন বিষয় নিয়েই আলোচনা হয়।

Advertisement

করোনাকালের আগে যখন এনআরসি, সিএএ ইস্যুতে গোটা দেশ উত্তাল তখন সে ব্যাপারে বক্ত রাখেন রাজ্যসভার তৎকালীন সাংসদ স্বপন দাশগুপ্ত। তা নিয়ে বিস্তর আলোচনাও হয়। আবার সাংসদ মহুয়া মৈত্রর দেবী কালীকে নিয়ে মন্তব্য নিয়ে বিতর্কের মাঝে কালীপুজোর ধারণা নিয়ে বক্তৃতামালায় আলোচনা করা হয়। বিতর্কে তা কার্যত ইন্ধন জুগিয়েছে বলেই মত কারও কারও। এবারও অনুপম খেরের অংশগ্রহণ নিয়ে বিতর্ক দানা বাঁধতে পারে বলেই আশঙ্কা অনেকের।

[আরও পড়ুন: DA ধর্মঘটের প্রভাবই নেই, মুখ্যমন্ত্রীর দপ্তরে হাজিরা ১০০%, গরহাজিরাদের তালিকা চাইল নবান্ন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ