জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: রাস্তার পাশের শৌচালয়ে শৌচকর্ম সারতে গিয়ে বিপত্তি। বোমা ফেটে মৃত্যু নাবালকের। বনগাঁর বক্সিপল্লির ২২ নম্বর ওয়ার্ডে ব্যাপক চাঞ্চল্য। কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রাখল, তা এখনও জানা যায়নি। বনগাঁ থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এদিকে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জে দু’ব্যাগ ভরতি বোমা উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই নাবালক রাজু রায়, এলাকার একটি সাইকেলের দোকানে কাজ করত। রাজুর বাবা প্রশান্ত রায় জানান, সোমবার সকালে রাস্তার পাশে শৌচালয়ে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিল তাঁর ছেলে। আচমকা বিকট শব্দ শুনতে পান সকলে। তা শুনে ঘটনাস্থলে দৌড়ে যান স্থানীয়রা। তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই নাবালক।
[আরও পড়ুন: আর শিক্ষিকা নন, সুপারিশপত্র বাতিলের পরও লড়াই চালানোর বার্তা ববিতা সরকারের]
খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। স্থানীয়দের দাবি, যত দিন যাচ্ছে এলাকায় ক্রমশ সমাজবিরোধী কার্যকলাপ বাড়ছে। তা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের কোনও ভ্রূক্ষেপ নেই। আর প্রাণ দিয়ে তারই খেসারত দিল নাবালক। কে বা কারা বোমা শৌচালয়ে লুকিয়ে রেখেছিল, তা এখনও জানা যয়নি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এই ঘটনায় যে বা যারা দায়ী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের লোকজন।
দেখুন ভিডিও: