Advertisement
Advertisement

খেলার মাঠে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফিরিয়ে সততার নজির বালকের

কুর্নিশ।

Boy returns wallet to it's owner
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 27, 2018 11:14 am
  • Updated:December 27, 2018 11:14 am

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: কতই বা বয়স! বড়জোর এগারো বছর। আর পাঁচজন বালকের মতোই টিভিতে কার্টুন দেখতে ভালবাসে, মোবাইলেরও শখ আছে। কিন্তু অভাবে সংসারে একমাত্র ছেলের সব সাধ মেটাতে পারেন না বাবা। টাকা ভরতি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়ল নবদ্বীপের জয় সরকার।

নবদ্বীপ শিক্ষামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র জয়। ট্রেনে হকারি করেন বাবা। অভাবের সংসার। স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়া ছাড়া বাড়ির বাইরে খুব একটা বেরোয় না জয়। বুধবার কাকার সঙ্গে একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল সে। মাঠের দর্শকদের ভিড় ছিল যথেষ্টই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলার বিরতি সময়ে মাঠের কাছেই একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে জয়। স্বাভাবিক কৌতুহলেই ব্যাগটি খুলেও ফেলে সে। দেখে, ব্যাগে কয়েকশো নগদ টাকা, এটিএম কার্ড ও দরকারি কিছু নথি রয়েছে। সঙ্গে সঙ্গে ব্যাগটি ওই ফুটবল প্রতিযোগিতার আয়োজকদের কাছে জমা দিয়ে দেয় জয়। ব্যাগের মালিকের খোঁজ পেতে বাইকে ঘোষণা করতে শুরু করেন উদ্যোক্তরা। তাতেই কাজ হয়।হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত পান নবদ্বীপেরই ফাঁসিতলা বাসিন্দা সুব্রত কুণ্ডু। পেশায় তিনি আবার শিক্ষক। স্কুল পড়ুয়ার এমন সততায় অভিভূত তিনি। শুধু তিনিই নন, জয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। গর্বিত তাঁর পরিবারের লোকেরা। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড, সেই জয় সরকারের অবশ্য কোনও ভ্রুক্ষেপ নেই। তাঁর একটাই প্রশ্ন, ‘আমি কী এমন করেছি গো, যে লোকে এত মাতামাতি করছে!’ 

Advertisement

[ বনগাঁয় বড়দিন উপলক্ষে ভূরিভোজ খেলেন ভবঘুরেরাও]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ